উত্তর দিনাজপুর: এখন ডিজিটাল ইন্ডিয়ার যুগ, এমনটাই বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। কিন্তু বাস্তবটা ঠিক কী? আজও দেশের বহু গ্রামে একটাও কম্পিউটার নেই। ফলে বোঝাই যাচ্ছে দেশবাসীর একটি অংশ যখন সর্বোচ্চ মানের প্রযুক্তির নাগাল পেয়ে এগিয়ে যাচ্ছেন, তখন আরেকটি অংশের মানুষ নানান সীমাবদ্ধতার কারণে সেই প্রযুক্তির আলো থেকে বহু দূরে অবস্থান করছেন। যদিও এই অবস্থা দূর করার নানান উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই এবার কালিয়াগঞ্জের ভেলাই গ্রামে খুলল কম্পিউটার সেন্টার।
ডিজিটাল ইন্ডিয়ার অংশ হিসেবে লেখাপড়ায় এখন কম্পিউটারের গুরুত্ব বহুগুণ বেড়ে গিয়েছে। উচ্চমাধ্যমিকের পর কলেজে ভর্তির আবেদন জানানো থেকে শুরু করে পড়াশোনা, পরীক্ষা দেওয়া সবেতেই কম্পিউটার ও ইন্টারনেটের দরকার পড়ছে। কিন্তু ভেলাই গ্রামে এই কম্পিউটারে ব্যবহার শেখানোর মত কোন প্রশিক্ষণ কেন্দ্র এতদিন ছিল না। সেই গ্রামের ছেলেমেয়েদের কথা ভেবেই এবার এগিয়ে এল রাজীব গান্ধীর যুব কম্পিউটার সেন্টার।
আরও পড়ুন: নোংরা পড়ে বন্ধ সেচ নালা, চরম সঙ্কটে খড়িবাড়ির কৃষকরা
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেরর প্রত্যন্ত ভেলাই যে গ্রামে এর আগে কোনও কম্পিউটার ছিল না। ফলে যে কোনও দরকারে শহরে ছুটতে হত ছেলেমেয়েদের। সেখানেই শেষ পর্যন্ত কম্পিউটার সেন্টার খোলায় খুশি গ্রামের সকলে। ইতিমধ্যে উৎসাহ নিয়ে ছেলেমেয়েরা সেই কম্পিউটার সেন্টারে এসে ক্লাস করা শুরু করেছে।
ভেলাই গ্রামের ছাত্র দেবেন্দু সরকারের বক্তব্য, ডিজিটালের যুগে সব কিছুতেই কম্পিউটার লাগে। কিন্তু গ্রামের আশেপাশে কোনও কম্পিউটার সেন্টার না থাকায় তাঁর শেখা সম্ভব হয়নি। অবশেষে সেই সুযোগ আসায় খুশি।
পিয়া গুপ্তা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।