এই মুহূর্তের সেরা দশটি খবর

Last Updated:
১) অবশেষে গ্রেফতার মিতা মণ্ডলের শাশুড়ি ও দেওর
সিআইডি মিতা মণ্ডলের রহস্যমৃত্যু তদন্তভার হাতে নেওয়ার পর একদিন কাটতে না কাটতেই তদন্তকারীদের জালে ‘ফেরার’ দেওর ও শাশুড়ি ৷ মিতার মৃত্যুর ছ’দিন পর গ্রেফতার হলেন দুই পলাতক অভিযুক্ত ৷ ধৃতদের এদিন আদালতে তোলা হবে ৷ বিশদে পড়ুন.........
২) ভুবনেশ্বরে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ২৩
advertisement
ভুবনেশ্বরে এক বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩ জনের ৷ গুরুতর আহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ ৷ সোমবার সন্ধে ৭:৩০ নাগাদ আগুন লাগে এই হাসপাতালে ৷ বিশদে পড়ুন.........
advertisement
৩) মুম্বইয়ের অভিজাত বহুতলে আগুন, মৃত ২
ভুবনেশ্বরে এক বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার জের কাটতে না কাটতেই আরও একটি অগ্নিকাণ্ডের খবর ৷ মঙ্গলবার সকালে মুম্বইয়ের ক্যাফে প্যারেড এলাকায় অভিজাত বহুতলে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল ৷ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দু’জনের ৷ বিশদে পড়ুন.........
৪) বন্ধ জেসপে বারবার আগুন, অন্তর্ঘাতের অভিযোগ খোদ দমকলমন্ত্রীর
advertisement
ফের দমদমে বন্ধ জেসপ কারখানায় আগুন ৷ সোমবার সন্ধে ৬টা নাগাদ আগুন লাগে বন্ধ কারখানায় ৷ কারখানার ৪টি জায়গায় আগুন লাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন ৷ দীর্ঘ ৯ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়েছে দমকল বাহিনী ৷ বিশদে পড়ুন.........
৫) ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন, নওসেরায় মর্টার ও গুলিবর্ষণ পাক সেনার
advertisement
ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের ৷ রাজৌরি জেলার নওসেরায় মর্টার ও গুলিবর্ষণ পাক সেনার ৷ সেনা সূত্রের খবর, সোমবার রাত ০৮.৩০ নাগাদ ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা ৷ জবাবে ভারতীয় সেনাও গুলি চালায় ৷ শুরু হয় গুলির লড়াই ৷ রাত দেড়টা পর্যন্ত দু’পক্ষের মধ্যে চলে গুলি লড়াই ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ বিশদে পড়ুন.........
advertisement
৬) খড়দহে যাত্রী বিক্ষোভ, শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল
মঙ্গলবার অফিস টাইমে খড়দহ স্টেশনে রেল অবরোধ করলেন যাত্রীরা ৷ ঘটনার জেরে শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল ৷ হয়রানির মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের ৷ এদিন সকালে খড়দহ স্টেশনে বারাকপুর লোকাল স্টেশনে ঢোকার ঘোষণা করা হয় ৷ কিন্তু হঠাৎই স্টেশনে ঢোকে শান্তিপুর গ্যালপিং ৷ বারাকপুর ভেবে অনেকে ট্রেনের কাছে যান ৷ গ্যালপিং ট্রেনটি বেরিয়ে যায় ৷ ভুল ঘোষণা করায় যাত্রীদের মধ্যে শুরু হয়ে যায় হুড়োহুড়ি ৷ যাত্রীরা এগোনোয় দুর্ঘটনার আশঙ্কা ছিল ৷ ভুল ঘোষণা করায় ক্ষুব্ধ যাত্রীরা শুরু করেন রেল অবরোধ ৷ বিশদে পড়ুন.........
advertisement
৭) নির্বাচনের আগে রামায়ণ সংগ্রহশালা তৈরির ঘোষণায় বিতর্ক, অযোধ্যায় পরিদর্শনে পর্যটন প্রতিমন্ত্রী
উত্তরপ্রদেশ নির্বাচনের প্রাক্কালে মোদি সরকারের অযোধ্যায় রামায়ণ সংগ্রহশালা তৈরির ঘোষণায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে ৷ মোদি সরকারের এই পদক্ষেপের সমালোচনায় মুখর বিরোধী দলগুলি ৷ তাদের দাবি, ভোট টানতে সবই মোদির চাল ৷ বিশদে পড়ুন.........
৮) পাচারকারিদের হাত থেকে উদ্ধার নাবালিকারা !
advertisement
অসম থেকে দিল্লি পাচারের আগেই উদ্ধার পাঁচ নাবালক ও তিন নাবালিকা। ডাউন ব্রক্ষপুত্র মেল থেকে উদ্ধার হল তারা। নাবালকদের উদ্ধার করল নিউ কোচবিহার জি আর পি। এই ঘটনায় গ্রেফতার হয়েছে এক মহিলা পাচার কারিও। ধৃতের নাম গীতা ছেত্রী। সে আসামের কোকরাঝাড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে । বিশদে পড়ুন.........
৯)'ভেরিফাই' শব্দের মানে খুঁজতে হাইকোর্টে মামলা, বিপাকে মেধাবী পড়ুয়ার ভবিষ্যৎ
ভেরিফাই। প্রায়সই ব্যবহৃত এই শব্দের ধাঁধায় জড়িয়ে দিশেহারা হয়ে গিয়েছিলেন কৃষ্ণনগরের মেধাবী ছাত্র মহম্মদ রণবীর। ২০০৯ দুর্ঘটনায় শরীরের নিচের অংশ প্রায় অকেজো হয়ে যায়। তাঁকে শরীরিক অক্ষমতার শংসাপত্র দেয় নদিয়া জেলা হাসপাতাল। বিশদে পড়ুন.........
১০) জন্মের ন’মাস পরেও তৃতীয় লিঙ্গের সন্তান পেল না জন্ম শংসাপত্র !
সরকারি বিধি বলছে শিশুর জন্মের পরই তার জন্মের নিবন্ধীকরন করানো জরুরি। অথচ সন্তানের জন্মের ৯ মাস পরেও জন্ম শংসাপত্র(বার্থ সার্টিফিকেট) পেতে হন্ন্যে হয়ে ঘুরছেন পান্ডুয়ার গরিব দম্পতি। বিশদে পড়ুন.........
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
এই মুহূর্তের সেরা দশটি খবর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement