ষষ্ঠ দফার ভোটগ্রহণে কোচবিহারের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি দেখে নিন এক নজরে
Last Updated:
#কোচবিহার: কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা বাদে, মোটের ওপর এখনও শান্তিপূর্ণই কোচবিহারে শেষ দফার ভোটগ্রহণ। যদিও একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে । নাটাবাড়ির চিলাখানায় ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। অন্যদিকে, মাথাভাঙায় ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। তুফানগঞ্জে বিরোধী এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া ও বিরোধী দলের কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে।
নাটাবাড়ি
নাটাবাড়ির চিলাখানায় তৃণমূলের কর্মীদের ওপর লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের ক্যাম্প অফিস ও একটি বাড়ি ভাঙচুরেরও অভিযোগ ওঠে। লাঠিচার্জে আহত হন তিন তৃণমূল কর্মী। ঘটনার জেরে এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নাটাবাড়ির তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। সেখানে ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। এরপরই মেজাজ হারিয়ে এক দলীয় কর্মীকে সপাটে চড় মারেন রবীন্দ্রনাথ ঘোষ। ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়ালেও পরে সব মিটে যায়।
advertisement
advertisement
শীতলকুচি
শীতলকুচিতে বুথের বাইরে অবৈধ জমায়েত সরাতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী । লাঠিচার্জে এক মহিলা সহ পাঁচ তৃণমূল কর্মী আহত হন। বিক্ষুব্ধ এলাকার মানুষ কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানান। শীতলকুচি থানায় এফআইআর করেছেন আহতরা।
মাথাভাঙা
মাথাভাঙা বিধানসভার ৭৮ নং বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। এক মহিলাকে সঙ্গে নিয়ে বুথের ভেতর ঢোকেন এক যুবক। এরপর প্রিসাইডিং অফিসারের সামনেই মহিলার হয়ে তিনিই ভোট দিয়ে দেন বলে অভিযোগ । যদিও প্রিসাইডিং অফিসারের দাবি, তিনি এমন কিছু দেখেননি। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন সিপিএম প্রার্থী খগেন্দ্রনাথ বর্মণ।
advertisement
তুফানগঞ্জ
তুফানগঞ্জে এক নম্বর ওয়ার্ডে সিপিএমের এক এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই বিধানসভা কেন্দ্রেরই আরেকটি বুথে কংগ্রেস এজেন্ট মোখতার আলি মণ্ডলের বাড়িতে ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল।
কোচবিহার দক্ষিণ
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বড়আঠারোকোটায় আক্রান্ত সিপিএম সমর্থক। ভোট দিয়ে বাড়ি ফেরার সময় তৃণমূলের কর্মীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।
view commentsLocation :
First Published :
May 05, 2016 6:17 PM IST