সল্টলেকে সিই ব্লকে ডাকাতির কিনারা, গ্রেফতার ৩

Last Updated:

পাঁচদিনের মাথায় সল্টলেকের ডাকাতির কিনারা করতে সফল হয়েছে পুলিশ ৷ ঘটনায় ৬ অভিযুক্তকে বুধবার গ্রেফতার করল পুলিশ ৷

#কলকাতা:  দীর্ঘদিন ধরে নজরদারি। আটঘাঁট বেঁধে পাঁচজনকে নিয়ে ডাকাতি। কিন্তু অপেশাদারিত্বের অভাবেই পুলিশের জালে সল্টলেক সিই ব্লকের ডাকাতির ঘটনায় মূল পান্ডা পরিচারক সীতারাম দাস সহ ছজন। ডাকাতির সময় নিজেদের মধ্যে কথোপকথনই কাল হল। সেই সূত্র ধরেই ডাকাতির কিনারা করল পুলিশ। মূল অভিযুক্ত সীতারাম ও ছোটু টিআই প্যারেডের অনুমোদন দিল বিধাননগর আদালত। বাকি চারজনের চোদ্দদিনের পুলিশ হেফাজত হয়েছে।
প্রতিবেশী রাজকুমার জাজোরিয়ার বাড়িতে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছে সীতারাম দাস ও রাজেশ যাদব ওরফে ছোটু। রাজকুমারের পাশের ফ্ল্যাটেও তাদের অবাধ যাতায়াত ছিল। ৮ জুলাই সেই মল্লিকা চক্রবর্তীর ফ্ল্যাটেই হানা দেয় ডাকাত দল। ডাকাতির ঘটনায় গ্রেফতার হল সীতারাম, ছোটু সহ ছজন।  ডাকাতির সময় দুষ্কৃতীদের মধ্যে কথোপকথন পুলিশকে জানিয়েছিলেন পরিবারের সদস্যরা । সেই সূত্র ধরেই তদন্ত এগোয়।
advertisement
দীর্ঘদিন ধরেই প্রতিবেশী মল্লিকা চক্রবর্তীর ফ্ল্যাটে নজরদারি চালাচ্ছিল সীতারাম ও ছোটু ৷  মল্লিকার বাড়িতে কয়েকবার কাজও করে ওই দু'জন ৷  কাজ করতে গিয়ে মল্লিকা চক্রবর্তীর ফ্ল্যাটে কোথায় কী আছে দেখে নেয় ৷ এরপর সীতারাম ও ছোটু কয়েকজনকে নিয়ে ডাকাতির ছক কষে ৷ ৮ জুলাই পূর্বপরিকল্পনা মাফিক মল্লিকার ফ্ল্যাটে লুঠপাট চালায় তারা ৷ অপেশাদারিত্বের অভাবেই পুলিশের জালে ধরা পড়ে ছ'জন ৷  ডাকাতির সময় তারা নিজেদের মধ্যে কথা বলে ৷ সেই কথোপকথন থেকে সূত্র মেলে ৷
advertisement
advertisement
এর আগেও মল্লিকা চক্রবর্তীর ফ্ল্যাটে ডাকাতির ছক কষেছিল সীতারাম। কিন্তু শেষ মুহূর্তে সেই ছক ভেস্তে যায়। প্রতিবেশীর পরিচারকদের এ হেন কাণ্ডে হতবাক চক্রবর্তী পরিবার। পাশের ফ্ল্যাটেই ডাকাত। ভাবলেই শিউরে উঠছেন তারা। সীতারাম ও ছোটুর টিআই প্যারেডের অনুমোদন দিল বিধাননগর আদালত।
টিআই প্যারেডের কারণে সীতারাম ও ছোটুর ১৪ দিনের জেল হেফাজত ৷  মনোজ দাস, তপন পুরকাইত পরদেশী যাদব ও রাজা হালদারের ১৪ দিনের পুলিশ হেফাজত ৷
advertisement
সীতারাম-সহ চারজনের আদি বাড়ি বিহারে। কেষ্টপুরে থেকে সকলেই পরিচারকের কাজ করে। ডাকাতির পর তারা কেষ্টপুর ছেড়ে অন্য জায়গায় বাড়ি ভাড়া নেয়। তা থেকেই সন্দেহ আরও বাড়ে পুলিশের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে লুঠ হওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে।
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
সল্টলেকে সিই ব্লকে ডাকাতির কিনারা, গ্রেফতার ৩
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement