পশ্চিম মেদিনীপুরেই ফিরলেন ভারতী ঘোষ, কম্পালসারি ওয়েটিংয়ে ৪ জন IPS

Last Updated:

আইপিএস পদে বড়সড় রদবদল ঘটাল রাজ্য সরকার ৷ মোট ১৬ জন IPS-কে বদলি করে নিজের পদে ফিরিয়ে দেওয়া হল ৷ নির্বাচন চলাকালীন এদের বদলি করেছিল নির্বাচন কমিশন ৷ একইসঙ্গে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হল চারজন IPS-কে ৷

#কলকাতা: আইপিএস পদে বড়সড় রদবদল ঘটাল রাজ্য সরকার ৷ মোট ১৬ জন IPS-কে বদলি করে নিজের পদে ফিরিয়ে দেওয়া হল ৷ নির্বাচন চলাকালীন এদের বদলি করেছিল নির্বাচন কমিশন ৷ একইসঙ্গে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হল চারজন IPS-কে ৷
পক্ষপাতিত্বের অভিযোগে পশ্চিম মেদিনীপুরের এসপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল আইপিএস ভারতী ঘোষকে ৷ ভারতী ঘোষ সব পাঁচ এসপিকে ফিরিয়ে দেওয়া হল পুরনো পদে ৷ বীরভূম, বর্ধমান, মালদহ, দঃ দিনাজপুর ও উঃ ২৪ পরগনা থেকে ওই ৫ এসপিকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন ৷
এই বিজ্ঞপ্তি অনুসারে উঃ ২৪ পরগনার SP পদে ফিরছেন তন্ময় রায়চৌধুরী ৷ আবার পশ্চিম মেদিনীপুরের SP হচ্ছেন ভারতী ঘোষ ৷ নতুন করে বীরভূমের SP হচ্ছেন মুকেশ কুমার ৷ মালদহ SP পদে ফিরলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ দঃ দিনাজপুরের SP হলেন অর্ণব ঘোষ ৷
advertisement
advertisement
একইসঙ্গে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হল চারজন IPS-কে ৷ সেই লিস্টে রয়েছেন কলকাতার দুই DC ৷ কম্পালসারি ওয়েটিংয়ের নির্দেশ পেয়েছেন দঃ দিনাজপুরের SP রশিদ মুনির খান, ডিসি ESD ধ্রুবজ্যোতি দে, ডিসি SSD (যাদবপুর) সন্তোষ পান্ডে এবং ডিসি সাউথ-ইস্ট সুমনজিৎ রায় ৷
বাংলা খবর/ খবর/Uncategorized/
পশ্চিম মেদিনীপুরেই ফিরলেন ভারতী ঘোষ, কম্পালসারি ওয়েটিংয়ে ৪ জন IPS
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement