কালনায় নৌকাডুবিতে মৃতদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের সিদ্ধান্ত

Last Updated:

কালনায় নৌকাডুবি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার ৷ সরকারি স্তরে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রাতভর উদ্ধারকাজ চালিয়ে সকাল অবধি ১৮টি দেহ উদ্ধার করেছে এনডিআরএফ ৷ এদের মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন মহিলা বলে জানা গিয়েছে ৷ কালনাঘাটের দিক থেকে উদ্ধার করা হয় ৯টি দেহ আর বাকি ৭ টি দেহ উদ্ধার হয়েছে শান্তিপুরে ৷ ১৭টি দেহের শনাক্তকরণের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন নদিয়ার জেলাশাসক বিজয় ভারতী ৷v

#কলকাতা: কালনায় নৌকাডুবি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার ৷ সরকারি স্তরে সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ রাতভর উদ্ধারকাজ চালিয়ে সকাল অবধি ১৮টি দেহ উদ্ধার করেছে এনডিআরএফ ৷ এদের মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন মহিলা বলে জানা গিয়েছে ৷ কালনাঘাটের দিক থেকে উদ্ধার করা হয় ৯টি দেহ আর বাকি ৭ টি দেহ উদ্ধার হয়েছে শান্তিপুরে ৷ ১৭টি দেহের শনাক্তকরণের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন নদিয়ার জেলাশাসক বিজয় ভারতী ৷
গত শনিবার রাতে কালনায় ভবা পাগলার মেলা উপলক্ষে বহু মানুষ আসেন ৷ মেলা উপলক্ষে কালনা ফেরিঘাট ও শান্তিপুরের নৃসিংহপুর ঘাটে তখন প্রায় হাজার পনেরো মানুষের ভিড়। অথচ পাড়াপাড়ের জন্য কালনা ঘাটে ছিল মাত্র ছটি নৌকা ছিল। যার একএকটিতে উঠতে পারেন বড়জোর পঞ্চাশ জন। কিন্তু তার বদলে প্রায় ১৫০ জন নৌকায় উঠে পড়েন ৷ রাত এগারোটা দশে এমনই একটি অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা শান্তিপুরের উদ্দেশ্যে রওনা হয়। কালনা ঘাট ছাড়তেই উল্টে যায় নৌকাটি। যাত্রীদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি ছিল। অনেকেই সাঁতরে পাড়ে এলেও, খোঁজ মেলেনি বেশ কয়েকজনের।
advertisement
স্থানীয় মানুষের তৎপরতায় প্রায় ৫০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন বহুজন ৷ রাতভর শুরু হয়নি উদ্ধারকাজও ৷ নৌকাডুবির জেরে সকাল থেকেই ক্ষোভ বাড়ছিল শান্তিপুরের নৃসিংহপুর ঘাটে। বেলা গড়াতেই ক্ষোভে ফেটে পড়েন মানুষ। ঘাটে দাঁড়ানো বেশ কয়েকটি ট্রলার ও নৌকায় আগুন লাগানো হয়। নদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ও রানাঘাটের এসডিপিওকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। তারপরই পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি শুরু করেন স্থানীয়রা। ইটে ঘায়ে মাথা ফাটে শান্তিপুর থানার এএসআই ও এক কনস্টেবলের। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেটও ব্যবহার করা হয় ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
কালনায় নৌকাডুবিতে মৃতদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের সিদ্ধান্ত
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement