কর্ণাটক নির্বাচনের প্রচারের শেষ দিনে বিজেপির তুরুপের তাস নমো অ্য়াপ

Last Updated:

আগামী ১২ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন ৷ আজ বিকেল পাঁচটায় শেষ হবে নির্বাচনী প্রচার ৷ প্রচারের শেষ মুহূর্তে সব দলই চাইছে শেষ মুহূর্তের চমক দিতে ৷ বিজেপির পক্ষে নরেন্দ্র মোদি নমো অ্যপের মাধ্যমে দলিত, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন ৷ শোনেন তাদের অভাব অভিযোগও ৷

#বেঙ্গালুরু: আগামী ১২ মে কর্ণাটক বিধানসভা নির্বাচন ৷ আজ বিকেল পাঁচটায় শেষ হবে নির্বাচনী প্রচার ৷ প্রচারের শেষ মুহূর্তে সব দলই চাইছে শেষ মুহূর্তের চমক দিতে ৷ বিজেপির পক্ষে নরেন্দ্র মোদি নমো অ্যপের মাধ্যমে দলিত, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন ৷ শোনেন তাদের অভাব অভিযোগও ৷
তিনি মন্তব্য করেছেন কর্ণাটকে সব থেকে বেশি দলিত সাংসদ বিজেপিরই ৷ এরই মাঝে তিনি প্রশ্ন তোলেন কংগ্রেস বাবা সাহেব বিআর আম্বেদকরের জন্য কী করেছে ? তিনি বিজেপির স্থানীয় নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন মানুষের কাছে পৌঁছে তাঁদের সুবিধে অসুবিধের খোঁজ খবর নিতে ৷
advertisement
advertisement
এই মুহূর্তে কর্ণাটক বিধানসভার নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি ৷ বিজেপি সভাপতি অমিত শাহ আগেই জানিয়েছেন কর্ণাটকে এবার বিজেপিই তথা এনডিএ সরকার গঠন করবে ৷ সেই মত মোট ২২ জন কেন্দ্রীয় মন্ত্রী প্রচারে এসেছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ধাপ এগিয়ে মন্তব্য করেছেন কর্ণাটকে বিজেপি ক্ষমতায় এলে উন্নয়নের এক নতুন সংজ্ঞা তৈরি করবে ৷ তাঁর স্পষ্ট বার্তা, উন্নয়ন সবার জন্য ৷ সেখানে রাজনীতির রং প্রধান্য পাবে না ৷ রাজ্যের সার্বিক উন্নয়নেই দেশের উন্নয়ন ৷
advertisement
তবে অপেক্ষার আর মাত্র কয়েক দিন ৷ সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ১৫ মে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কর্ণাটক নির্বাচনের প্রচারের শেষ দিনে বিজেপির তুরুপের তাস নমো অ্য়াপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement