অমিত শাহের সভার দিনে NRC বিরোধিতায় তৃণমূলের ধিক্কার দিবস

Last Updated:

মূলত অসমে নাগরিকপঞ্জির বিরোধীতায় এই ধিক্কার দিবস ৷

 #কলকাতা: মহানগরে অমিত শাহর সভা নিয়ে ঘন ঘন পট পরিবর্তন ৷ তার মাঝেই বিজেপি সভাপতি অমিত শাহের সভার দিনেই রাজ্য জুড়ে ধিক্কার দিবসের ডাক দিল তৃণমূল ৷ মূলত অসমে নাগরিকপঞ্জির বিরোধীতায় এই ধিক্কার দিবস ৷ এছাড়া শিলচরে তৃণমূল সাংসদ-বিধায়কদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদেও এই কর্মসূচির ডাক রাজ্যের শাসক দলের ৷ রবিবার কলকাতাতে একই ইস্যুতে ধিক্কার সভা করবে তৃণমূল ৷
পাখির চোখ ২০১৯ ৷ জনতার মন জিততে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ ৷ গেরুয়া ঝড় তুলতে হাইকম্যান্ডের নজর এখন বাংলায় ৷ সেই লক্ষ্যেই আগামিকাল অর্থাৎ শনিবার ১১ অগাস্টই রাজ্যে আসছেন অমিত শাহ ৷ কলকাতার মেয়ো রোডে সভায় যোগ দেবেন তিনি ৷ সেই সভার ঘিরে সাজ সাজ রব গেরুয়া শিবিরে ৷ তারই মাঝে জোড়াফুল শিবির থেকে উঠল ধিক্কার দিবসের হুঙ্কার ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
এদিন তৃণমূল ভবন থেকে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন, এনআরসি-র বিরোধিতায় শনিবার রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস ৷ কলকাতা সহ গোটা রাজ্যেই কেন্দ্রীয় সরকারের এই নীতির প্রতিবাদে কালো পতাকা নিয়ে ধিক্কার জানাবে তৃণমূল ৷ তিনি বলেন, ‘অসমে রাজনৈতিক উদ্দেশ্যে নাম বাদ ৷ নাগরিকপঞ্জি থেকে সব থেকে বেশি নাম বাদ গিয়েছে বাঙালিদের ৷ রবিবার কলকাতায় ধিক্কারসভা পালন ৷’
advertisement
অমিত শাহের কলকাতা সফরের একদিন আগে তৃণমূলের এমন কর্মসূচির ডাকে শনিবার শহর সাজবে কোন রাজনীকির রঙে, তা দেখার অপেক্ষায় কলকাতা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অমিত শাহের সভার দিনে NRC বিরোধিতায় তৃণমূলের ধিক্কার দিবস
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement