Ghibli Viral Story: এই ছবি দেখেই শুরু ঘিবলি হুজুগ, স্ত্রী-পোষ্যের সঙ্গে প্রথম ছবি পোস্ট করেন কে? জানুন সেই কাহিনি

Last Updated:

ঘিবলি বা এআই-এর এই ছবি তৈরি করে দেওয়ার প্রযুক্তির আবির্ভাবকে যে সবাই স্বাগত জানিয়েছেন, এমন নয়৷

এই ছবি দেখেই শুরু হয় ঘিবলি হুজুগ৷ ছবি-এক্স
এই ছবি দেখেই শুরু হয় ঘিবলি হুজুগ৷ ছবি-এক্স
কলকাতা: ঘিবলিতে মজে আছে নেট দুনিয়া৷ আম জনতা থেকে তারকা, নিজের অথবা পরিবারের সঙ্গে তোলা ছবি চ্যাট জিপিটি-তে ফেলে নতুন রূপ দিচ্ছেন অনেকেই৷ ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যম জুড়ে এখন খালি ঘিবলিরই দাপট৷
কিন্তু ওপেন এআই-এর নতুন এই ইমেজ জেনারশন আপডেটকে এ ভাবে আমজনতাও ব্যবহার করতে পারে, তা কিন্তু প্রথমে সেভাবে কেউ জানত না৷ এআই-এর নতুন ইমেজ জেনারেশন ফিচারের ব্যবহার তাই ছিল প্রয়োজন ভিত্তিক৷ কিন্তু পেশাদারি প্রয়োজন ছাড়াও এই প্রযুক্তিকে যে অন্যভাবেও ব্যবহার করা যায়, সেই পথ দেখিয়েছিলেন আমেরিকার সিয়াটেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্রান্ট স্লাটন৷
advertisement
advertisement
নিজের স্ত্রী এবং পোষ্যের সঙ্গে তোলা পুরনো একটি ছবি স্ল্যাটনই প্রথম এআই-এর নতুন প্রযুক্তিতে ফেলে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন৷ এর পরই স্ল্যাটন, তাঁর স্ত্রী এবং পোষ্যের সেই ছবি দ্রুত ভাইরাল হয়৷ ঘিবলি স্টাইল নিয়ে নেট দুনিয়ায় শুরু হয় চর্চা৷ স্ল্যাটনের দেখাদেখি ঘিবলিতে ছবি ফেলে তা সমাজমাধ্যমে পোস্ট করতে শুরু করেন বহু মানুষ৷ নেট দুনিয়ায় ট্রেন্ডিং হয়ে ওঠে ঘিবলি৷ স্ল্যাটনের পোস্ট করা ওই ঘিবলি ইমেজটি কয়েক কোটি মানুষ দেখেন৷ তাতে লাইক পড়ে ৪৫ হাজার৷ চ্যাট জিপিটি-তে ছবি ফেলে সমাজমাধ্যমে পোস্ট করার হুজুগ এমন পর্যায়ে পৌঁছয় যে ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যান সমাজমাধ্যমে আর্জি জানিয়ে ঘিবলি স্টাইল ইমেজ ব্যবহারে রাশ টানার আর্জি জানান৷ অল্টম্যান বলেন, তাঁর এবং তাঁর সহকারীদের একটু বিশ্রাম প্রয়োজন৷
advertisement
এ দিকে ঘিবলি স্টাইল ইমেজের জনপ্রিয়তা দেখে নিজেদের সব ইউজারদের জন্য নিজেদের ইমেজ জেনারেশন ফিচারটি বিনামূল্যে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে ওপেন এআই৷ প্রাথমিক ভাবে চ্যাট জিপিটি-র পেইড সাবস্ক্রাইবাররাই নতুন এই ইমেজ জেনারেশন ফিচার ব্যবহারের সুযোগ পেতেন৷ তবে বিনামূল্যে এই ফিচার ব্যবহার করার সুযোগ সীমিত থাকবে৷
তবে ঘিবলি বা এআই-এর এই ছবি তৈরি করে দেওয়ার প্রযুক্তির আবির্ভাবকে যে সবাই স্বাগত জানিয়েছেন, এমন নয়৷ সমাজমাধ্যমে অনেকেই অভিযোগ করেছেন, এই প্রযুক্তি বহু শিল্পীর উপার্জনের পথ বন্ধ করবে৷ তবে সেই সব বিতর্ক ভুলে আপাতত ঘিবলিতেই মজে নেট দুনিয়া৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Ghibli Viral Story: এই ছবি দেখেই শুরু ঘিবলি হুজুগ, স্ত্রী-পোষ্যের সঙ্গে প্রথম ছবি পোস্ট করেন কে? জানুন সেই কাহিনি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement