Ghibli Viral Story: এই ছবি দেখেই শুরু ঘিবলি হুজুগ, স্ত্রী-পোষ্যের সঙ্গে প্রথম ছবি পোস্ট করেন কে? জানুন সেই কাহিনি

Last Updated:

ঘিবলি বা এআই-এর এই ছবি তৈরি করে দেওয়ার প্রযুক্তির আবির্ভাবকে যে সবাই স্বাগত জানিয়েছেন, এমন নয়৷

এই ছবি দেখেই শুরু হয় ঘিবলি হুজুগ৷ ছবি-এক্স
এই ছবি দেখেই শুরু হয় ঘিবলি হুজুগ৷ ছবি-এক্স
কলকাতা: ঘিবলিতে মজে আছে নেট দুনিয়া৷ আম জনতা থেকে তারকা, নিজের অথবা পরিবারের সঙ্গে তোলা ছবি চ্যাট জিপিটি-তে ফেলে নতুন রূপ দিচ্ছেন অনেকেই৷ ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যম জুড়ে এখন খালি ঘিবলিরই দাপট৷
কিন্তু ওপেন এআই-এর নতুন এই ইমেজ জেনারশন আপডেটকে এ ভাবে আমজনতাও ব্যবহার করতে পারে, তা কিন্তু প্রথমে সেভাবে কেউ জানত না৷ এআই-এর নতুন ইমেজ জেনারেশন ফিচারের ব্যবহার তাই ছিল প্রয়োজন ভিত্তিক৷ কিন্তু পেশাদারি প্রয়োজন ছাড়াও এই প্রযুক্তিকে যে অন্যভাবেও ব্যবহার করা যায়, সেই পথ দেখিয়েছিলেন আমেরিকার সিয়াটেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্রান্ট স্লাটন৷
advertisement
advertisement
নিজের স্ত্রী এবং পোষ্যের সঙ্গে তোলা পুরনো একটি ছবি স্ল্যাটনই প্রথম এআই-এর নতুন প্রযুক্তিতে ফেলে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন৷ এর পরই স্ল্যাটন, তাঁর স্ত্রী এবং পোষ্যের সেই ছবি দ্রুত ভাইরাল হয়৷ ঘিবলি স্টাইল নিয়ে নেট দুনিয়ায় শুরু হয় চর্চা৷ স্ল্যাটনের দেখাদেখি ঘিবলিতে ছবি ফেলে তা সমাজমাধ্যমে পোস্ট করতে শুরু করেন বহু মানুষ৷ নেট দুনিয়ায় ট্রেন্ডিং হয়ে ওঠে ঘিবলি৷ স্ল্যাটনের পোস্ট করা ওই ঘিবলি ইমেজটি কয়েক কোটি মানুষ দেখেন৷ তাতে লাইক পড়ে ৪৫ হাজার৷ চ্যাট জিপিটি-তে ছবি ফেলে সমাজমাধ্যমে পোস্ট করার হুজুগ এমন পর্যায়ে পৌঁছয় যে ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যান সমাজমাধ্যমে আর্জি জানিয়ে ঘিবলি স্টাইল ইমেজ ব্যবহারে রাশ টানার আর্জি জানান৷ অল্টম্যান বলেন, তাঁর এবং তাঁর সহকারীদের একটু বিশ্রাম প্রয়োজন৷
advertisement
এ দিকে ঘিবলি স্টাইল ইমেজের জনপ্রিয়তা দেখে নিজেদের সব ইউজারদের জন্য নিজেদের ইমেজ জেনারেশন ফিচারটি বিনামূল্যে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে ওপেন এআই৷ প্রাথমিক ভাবে চ্যাট জিপিটি-র পেইড সাবস্ক্রাইবাররাই নতুন এই ইমেজ জেনারেশন ফিচার ব্যবহারের সুযোগ পেতেন৷ তবে বিনামূল্যে এই ফিচার ব্যবহার করার সুযোগ সীমিত থাকবে৷
তবে ঘিবলি বা এআই-এর এই ছবি তৈরি করে দেওয়ার প্রযুক্তির আবির্ভাবকে যে সবাই স্বাগত জানিয়েছেন, এমন নয়৷ সমাজমাধ্যমে অনেকেই অভিযোগ করেছেন, এই প্রযুক্তি বহু শিল্পীর উপার্জনের পথ বন্ধ করবে৷ তবে সেই সব বিতর্ক ভুলে আপাতত ঘিবলিতেই মজে নেট দুনিয়া৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Ghibli Viral Story: এই ছবি দেখেই শুরু ঘিবলি হুজুগ, স্ত্রী-পোষ্যের সঙ্গে প্রথম ছবি পোস্ট করেন কে? জানুন সেই কাহিনি
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement