WhatsApp-এ প্রতিদিন গড়ে গোটা বিশ্বে কত মেসেজ পাঠানো হয় জানেন? উত্তর দিলেন খোদ জুকারবার্গ

Last Updated:

অক্টোবর মাস পর্যন্ত হোয়াটসঅ্যাপের ২০০ কোটি অ্যাক্টিভ ইউজার ছিল

WhatsApp: হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। আপনি কি কখনও ভেবে দেখেছেন যে হোয়াটসঅ্যাপে এক দিনে কতগুলি মেসেজ পাঠানো হয় ? এবার এই কথা জানিয়েছেন অ্যাপের মালিক মার্ক জুকারবার্গ নিজেই। তিনি বলেছেন যে এক দিনে হোয়াটসঅ্যাপে প্রায় ১ হাজার কোটির বেশি মেসেজ পাঠানো হয়। তিনি আইও বলেছেন যে, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের অন্যান্য অ্যাপগুলি দিনে ২৫০ কোটির বেশি ব্যবহার হয়ে থাকে।
Statista যে ডেটাটি শেয়ার করেছে, সেই ডেটা অনুযায়ী, অক্টোবর মাস পর্যন্ত হোয়াটসঅ্যাপের ২০০ কোটি অ্যাক্টিভ ইউজার ছিল আর ফেসবুকের ছিল ১৩০ কোটি অ্যাক্টিভ ইউজার। এই আগে জানুয়ারি মাসে অ্যান্ড্রয়েড ডিভাইসে ৫০০ কোটির বেশি বার ডাউনলোড করা হয়েছিল হোয়াটসঅ্যাপ।
এইভাবে, হোয়াটসঅ্যাপ এই রেকর্ডটি তৈরি করার জন্য দ্বিতীয় নন-গুগল অ্যাপ্লিকেশন হয়ে উঠেছে। আয়ের কল চলাকালীন ফেসবুকের সিইআই ও এ সম্পর্কে জানিয়েছে। এছাড়াও মার্ক জুকারবার্গ বলেছেন যে, 'কোম্পানি মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামকে নতুন আপডেটের সঙ্গে এক করে দিয়েছে। এই ইন্টিগ্রেশনের পরে ব্যবহারকারীরা এটিকে খুব পছন্দ করেছেন। ব্যবহারকারীদের কাছ থেকে খুব ভাল প্রতিক্রিয়া পেয়েছি আমরা'।
advertisement
advertisement
এক হয়ে গেল Instagram ও Facebook Messenger
এই নতুন ফিচারের সাহায্যে Instagram ব্যবহারকারীরা সংশ্লিষ্ট অ্যাপটি বন্ধ না করেই Facebook Messenger-এর কনট্যাক্টগুলিকে SMS করতে পারেন। একই ভাবে সুবিধা পাবেন Messenger অ্যাপ ব্যবহারকারীরাও। এ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ও iOS, দু'টি ভার্সনেই এই Cross Messaging ফিচার ব্যবহার করা যাবে। তবে তার আগে সুনির্দিষ্ট অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপগুলিকে আপডেট করে নিতে হবে। Instagram থেকে Messenger-এর কারও সঙ্গে চ্যাট শুরু করতে হলে ব্যবহারকারীদের শুধুমাত্র ওই নির্দিষ্ট মানুষটির ইউজার নেম সার্চ করতে হবে। তার পর খুব সহজেই চ্যাট করা যাবে। পাশাপাশি এই ক্রস ফিচারের সাহায্যে জানা যাবে, সংশ্লিষ্ট ব্যবহারকারী Messenger না Instagram থেকে SMS করছেন।
advertisement
WhatsApp-এর নতুন ফিচার
এই ফিচারের সাহায্যে আপনি গ্রুপ চ্যাটকে বরাবরের জন্য মিউট করে দিতে পারবেন। এই ফিচারের লঞ্চ যে অনেককেই স্বস্তি দিতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। আপনার ফোনে এই একাধিক গ্রুপের মেসেজ বা চ্যাটগুলি এত দিন পর্যন্ত আপনি মিউট করতে পারতেন। তবে সে ক্ষেত্রে সাধারণত তিনটি অপশন ছিল। এ ক্ষেত্রে যে গ্রুপের চ্যাট আপনি মিউট করতে চান, আপনার WhatsApp-এ গিয়ে সেই চ্যাট সিলেক্ট করলেই উপরে মিউটের অপশন থাকত। এর পর মিউটের অপশনে ক্লিক করলে ৮ ঘণ্টা, এক সপ্তাহ, এক বছর পর্যন্ত চ্যাট মিউট করার অপশন পেতেন আপনি। এ বার ৮ ঘণ্টা, এক সপ্তাহের পাশাপাশি নতুন অপশন আসছে- Always। এই Always অপশনেই ক্লিক করেই আপনি বরাবরের মতো নির্দিষ্ট গ্রুপের চ্যাট মিউট করতে পারবেন। আপনাকে আর নোটিফেকশন বা বার বার হোম স্ক্রিন জ্বলে ওঠা নিয়ে বিরক্তি প্রকাশ করতে হবে না।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
WhatsApp-এ প্রতিদিন গড়ে গোটা বিশ্বে কত মেসেজ পাঠানো হয় জানেন? উত্তর দিলেন খোদ জুকারবার্গ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement