এবার হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতেই দেখা যাবে ShareChat-এর ভিডিও
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এছাড়াও ভিডিও যেহেতু একটি পপ আপ হিসেবে চলবে, আপনি চাইলে চ্যাটে ফেরত যেতে পারেন, ফরোয়ার্ড করতে পারেন, বা ভিডিও পজ করে রাখতে পারেন।
#নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিজের জনপ্রিয়তা বজায় রাখতে নিত্য নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বেশ কিছু সময় ধরে হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচারের উপরে কাজ করছে যার সাহায্যে ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া অ্যাপ ShareChat-এর ভিডিও পিকচার ইন পিকচার (Picture in Picture) মোডে দেখতে পান।
ওয়েবসাইট WABetaInfo অনুযায়ী, এই ফিচারটি জন্য ব্যবহারকারীদের iOS এর 2.20.81.3 আর অ্যান্ড্রয়েডর 2.20.197.7 ভার্সন ইনস্টল করতে হবে। এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা ShareChat-এর ভিডিও প্লে করলে, সেটি হোয়াটসঅ্যাপের পিআইপি মোডে ভিডিও প্লে হবে। বর্তমানে এই মোডে ইউটিউব আর ফেসবুক ভিডিও প্লে হয়ে থাকে।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ShareChat হিন্দি, ইংলিশ ছাড়া মালায়ালাম, গুজরাটি, মারাঠি, পঞ্জাবী, তেলুগু, তামিল, বাংলা, ওড়িয়া, কান্নড়, অসমিয়া, হরিয়ানভি, রাজস্থানী, ভোজপুরি এবং উর্দু সহ ১৫ টি ভাষায় উপলব্ধ। শেয়ারচ্যাটের মাসিক ৬০ মিলিয়ান সক্রিয় ব্যবহারকারী রয়েছে। WABetaInfo অনুযায়ী, হোয়াটসঅ্যাপ সম্প্রতি এই ফিচারটিড় উপরে লাজ করতে শুরু করেছে।
advertisement
advertisement
কী এই PIP মোড - এই ফিচারের সুবিধে হল, আপনি চ্যাট করতে করতেই ভিডিও দেখতে পারবেন, এক চ্যাট থেকে অন্য চ্যাটে গেলেও ভিডিওটি চলতে থাকবে। এছাড়াও ‘পিকচার ইন পিকচার’ মোডে ভিডিও যেহেতু একটি পপ আপ হিসেবে চলবে, আপনি চাইলে চ্যাটে ফেরত যেতে পারেন, ফরোয়ার্ড করতে পারেন, বা ভিডিও পজ করে রাখতে পারেন।
view commentsLocation :
First Published :
August 07, 2020 4:43 PM IST