বদলে গেল নাম-লোগো, এখন ভোডাফোন আইডিয়া হল Vi, উন্নত পরিষেবার প্রতিশ্রুতি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
একটি অনলাইন কনফারেন্সে ভোডাফোন-আইডিয়া লিমিটেড তাদের নতুন ব্র্যান্ডনেম ঘোষণা করে ৷
২ বছর ২০১৮ সালে আগে এক হয়েছিল Vodafone আর Idea – দুই জনপ্রিয় টেলিকম সংস্থা মিশে গিয়ে বাজারে এসেছিল Vodafone-Idea লিমিটেড। এবার দুই টেলিকম সংস্থার নিজেদের নাম পরিবর্তন করে ‘VI’ রাখার কথা ঘোষণা করে। আর ‘VI’ এর উচ্চারণ হবে ‘উই’ বলে জানিয়েছে সংস্থা। আর সেই সঙ্গে পরিবর্তন হল লোগোও।
সোমবার একটি অনলাইন কনফারেন্সে ভোডাফোন-আইডিয়া লিমিটেড তাদের নতুন ব্র্যান্ডনেম ঘোষণা করে। সংস্থার দাবি, এই নামটি উভয় ব্র্যান্ডের রেফারেন্স হিসেবে ব্যবহার হবে। এক সময় ভারতে ভোডাফোন আইডিয়া সবচেয়ে বড় কোম্পানি ছিল কিন্তু জিও আসার পরে তাঁদের ৪০ কোটি গ্রাহকের থেকে প্রায় ১০ কোটি গ্রাহক চলে যায় গত কয়েক বছরে। নতুন এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে বিশ্বের সবথেকে বড় টেলিকম ইন্টিগ্রেশন হবে তাদের এই ব্র্যান্ডে।
advertisement

advertisement
ইতিমধ্যেই নতুন ব্র্যান্ডিংটি সংস্থার ওয়েবসাইট এবং অ্যাপে আপডেট করা হয়েছে। নাম পরিবর্তন করলেও এটি আগের মতই পরিষেবা সরবরাহ করবে - সিমকার্ড, বিল, বিলবোর্ড এবং আরওঅন্যান্য। সংস্থার এমডি ও সিইও রবীন্দর টক্কর বললেন, “দু’বছর আগে Vodafone এবং IDEA যৌথভাবে কাজ করা শুরু করে। তারপর থেকেই বিশ্বের বৃহত্তম দুটি টেলিকম সংস্থাকে ইন্টিগ্রেশনের জন্য কাজ করছি।
advertisement
তিনি আরও বলেছেন যে, এটি ১ বিলিয়ন 4G নেটওয়ার্ক ইউজারদের বিশ্বমানের ডিজিটাল এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করবে এবং আগামী প্রজন্মের নেটওয়ার্ক বিকাশে কাজ করবে। তারা আশা করছেন, সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি এই ব্র্যান্ডটিকে আপন করে নেবে।
অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভোডাফোন-আইডিয়াকে AGR-এর বকেয়া হিসেবে প্রায় ৫০ হাজার কোটি টাকা শোধ করতে হবে। আর তাই, বাজার থেকে আয় বাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে এই সংস্থাটি এমনটাই মনে করা হচ্ছে।
Location :
First Published :
September 08, 2020 8:10 AM IST