Smartphone: মোবাইল স্ক্রিনে এমন লেখা আসছে? এড়িয়ে না গিয়ে এখনই জানুন, না হলে পরে পস্তাবেন

Last Updated:

মোবাইলের স্ক্রিনে LTE বা VoLTE লেখা অনেকবার দেখেছেন বেশিরভাগ সকলেই। কিন্তু এর আসল অর্থ জানেন কি? এই দুইয়ের মধ‍্যে পার্থক‍্য কি সেটারও হদিশ রইল এই প্রতিবেদনে।

মোবাইল স্ক্রিনে এমন লেখা আসছে? এড়িয়ে না গিয়ে এখনই জানুন, না হলে পরে পস্তাবেন
মোবাইল স্ক্রিনে এমন লেখা আসছে? এড়িয়ে না গিয়ে এখনই জানুন, না হলে পরে পস্তাবেন
অনেক সময় প্রতিদিনের অতি সাধারণ জিনিসের আসল অর্থই আমরা জানি না। মোবাইলের স্ক্রিনে LTE বা VoLTE লেখা অনেকবার দেখেছেন বেশিরভাগ সকলেই। অনেক ফোনে VoLTE বা LTE অফ থাকলে তাকে অনও হয়তো করেছেন। কিন্তু এর আসল অর্থ জানেন কি? এই দুইয়ের মধ‍্যে পার্থক‍্য কি সেটারও হদিশ রইল এই প্রতিবেদনে।
বর্তমানে স্মার্টফোন প্রত‍্যেকের প্রতি মুহূর্তের সঙ্গী। তাই স্মার্টফোনের বিভিন্ন বিষয় সম্পর্কে বিশদে জেনে রাখলে তা দৈনন্দিন জীবনে সহায়ক হবে। ঠিক তেমনই এই LTE এবং VoLTE। ফোনের স্ক্রিনে দুটি শব্দ বহুবার দেখলেও এদের আসল অর্থ জানেন না বেশিরভাগ কেউই।
advertisement
advertisement
স্ক্রিনে লেখা LTE এবং VoLTE উল্লেখ‍্যযোগ‍্য পার্থক‍্য রয়েছে। আপনি উভয় ক্ষেত্রেই ইন্টারনেট ব‍্যবহার করতে পারেন। তবে এদের মধ্যে একটি পার্থক্য রয়েছে যা মোবাইল ব্যবহারের পদ্ধতিকে পরিবর্তন করে।
যখন আপনার মোবাইলে LTE লেখা থাকে, তখন আপনার ফোনে কল আসার সঙ্গে সঙ্গেই ইন্টারনেট কাজ করা বন্ধ করে দেয়। আবার, স্ক্রিনে VoLTE লেখা থাকলে আপনি কলের সময়ও অর্থাত্‍ ফোনে কথা বলার সময়ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এতে ইন্টারনেটের গতির কোনও পরিবর্তন হবে না।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Smartphone: মোবাইল স্ক্রিনে এমন লেখা আসছে? এড়িয়ে না গিয়ে এখনই জানুন, না হলে পরে পস্তাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement