Samsung Galaxy S25 Ultra: শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে Samsung Galaxy S25 Ultra; কী কী চমক থাকবে? আর দামই বা কত হবে? রইল সমস্ত খুঁটিনাটি

Last Updated:

তবে এই লঞ্চ ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন, হার্ডওয়্যার এবং ক্যামেরা আরও উন্নত হতে চলেছে।

Samsung Galaxy S25 Ultra
Samsung Galaxy S25 Ultra
আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসেই আত্মপ্রকাশ করতে চলেছে Samsung Galaxy S25 Ultra। ফলে হাত আর মাসখানেক সময়। তবে এই লঞ্চ ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। ফাঁস হওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন, হার্ডওয়্যার এবং ক্যামেরাআরও উন্নত হতে চলেছে। দেখে নেওয়া যাক, এর স্পেসিফিকেশন, ডিজাইন নিয়ে কী কী তথ্য ফাঁস হল। আর এর দামই বা কত হতে পারে।
Samsung Galaxy S25 Ultra ডিজাইন এবং স্পেসিফিকেশন:
ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে যে, Galaxy S25 Ultra-য় ফ্ল্যাট-ফ্রেম ডিজাইন থাকতে পারে। আসলে এর পূর্ববর্তী মডেলগুলিতে ছিল কার্ভড এজেস। যদিও সিগনেচার S-Pen ইন্টিগ্রেশন একই রকম থাকবে বলে আশা। তবে আগের মডেলগুলির তুলনায় এর কর্নারগুলি অল্প সফট থাকবে। ফলে সব মিলিয়ে দেখা যাবে একটা ব্যালেন্সড লুক। ডিসপ্লের আশপাশে থাকা বিজেলসও হবে মিনিম্যাল। এমনটাই জানানো হয়েছে রেন্ডারগুলির তরফে। তবে পুরনো মডেলের মতোই থাকতে পারে রিয়ার ক্যামেরা সেট-আপ অ্যারেঞ্জমেন্ট।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিষাক্ত বাতাসে বাড়ছে স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা; ঘরে এয়ার পিউরিফায়ার চালাচ্ছেন তো? রইল এর কার্যকারিতা বাড়ানোর টিপস
মনে করা হচ্ছে যে, এই ডিভাইসে থাকতে চলেছে ৬.৯ ইঞ্চি AMOLED স্ক্রিন। অর্থাৎ এই ফোনের স্ক্রিন Galaxy S24 Ultra-র তুলনায় বড় হতে চলেছে। এর স্ক্রিনে 3,120×1,440 পিক্সেলের হাই রেজোলিউশনের সুবিধা মিলবে। রিপোর্ট থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, আউটডোর ভিসিবিলিটি যাতে আরও উন্নত হয়, তার জন্য একটি অ্যান্টি-রিফ্লেক্টিভ কোটিং-সহ M13 প্যানেল থাকতে পারে।
advertisement
Galaxy S25 Ultra চালিত হবে Qualcomm’s Snapdragon 8 Elite চিপসেট দ্বারা। যদিও ইঙ্গিত মিলছে যে, নির্দিষ্ট বাজারের জন্য এই ফোনে নিজেদের Exynos 2500 প্রসেসর আনতে পারে Samsung। আলাদা ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনা আছে বলে ইঙ্গিত দিয়েছে সাম্প্রতিক বেঞ্চমার্ক। যদিও সংশ্লিষ্ট সংস্থা নিজেদের রিজিওনাল Exynos স্ট্র্যাটেজিতে ফিরবে কি না, তা অনিশ্চিত।
Samsung-এর Ultra মডেলগুলিতে বরাবরই ক্যামেরার উপর জোর দেওয়া হয়ে থাকে। ফলে Galaxy S25 Ultra-ও তার ব্যতিক্রম নয়। এতে থাকবে একটি নতুন ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স। এর পাশাপাশি এই ডিভাইসে থাকতে চলেছে ২০০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সরও। সেই সঙ্গে থাকবে 3x এবং 5x অপটিক্যাল জ্যুম-সহ টেলিফটো ক্যামেরাও।
advertisement
ঠিক এর আগের মডেলগুলির মতোই Ultra মডেলে থাকতে পারে ৫০০০ mAh ব্যাটারি। আর বরাবরের মতোই রিটেল বক্সে থাকবে না চার্জার। এক্ষেত্রেও Apple এবং Google-এর মতো বড় ব্র্যান্ডগুলির পথেই হেঁটেছে Samsung। এই ফোনে থাকতে পারে IP68 এবং IP69 ওয়াটার-রেজিস্ট্যান্ট রেটিংয়ের সাপোর্ট।
advertisement
Samsung Galaxy S25 Ultra, S25, S25+: ভারতে কত মূল্য হতে পারে (প্রত্যাশিত)?
ভারতে Galaxy S25 সিরিজের দাম এর আগের মডেলগুলির তুলনায় বাড়তে পারে ৫০০০ টাকা থেকে ৭০০০ টাকা পর্যন্ত। অতীতের দামের ট্রেন্ড থেকে স্পষ্ট যে, Galaxy S25 Ultra-র দাম হতে পারে ১,৩৪,৯৯৯ টাকা। আবার Galaxy S25+ এবং Galaxy S25-এর দাম হতে পারে যথাক্রমে ১,০৪,৯৯৯ টাকা এবং ৮৪৯৯৯ টাকা।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Samsung Galaxy S25 Ultra: শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে Samsung Galaxy S25 Ultra; কী কী চমক থাকবে? আর দামই বা কত হবে? রইল সমস্ত খুঁটিনাটি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement