হোম /খবর /প্রযুক্তি /
বাজারে এসেছে Samsung Galaxy A54; দেখে নিন এই ফোনের ৬টি বিষয়

বাজারে এসেছে Samsung Galaxy A54; দেখে নিন এই ফোনের ৬টি বিষয়

Samsung galaxy A54: ২০২২ সালে Galaxy A53 ছিল সবচেয়ে বেশি বিক্রি হওয়া মিড-রেঞ্জের ফোনগুলির মধ্যে একটি।

  • Share this:

কলকাতা: ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করেছে Samsung-এর নতুন Galaxy A54। আসলে এটি Galaxy A53-এরই পরবর্তী ভার্সন। এই নতুন ডিভাইসটিতে হার্ডওয়্যারের পাশাপাশি ডিজাইনও আপগ্রেড করা হয়েছে। সফ্টওয়্যারের ক্ষেত্রেও দেওয়া হয়েছে নতুন ছোঁয়া। Samsung-এর মিড-রেঞ্জের ফোনগুলির মধ্যে এটি বেশ উন্নত।

২০২২ সালে Galaxy A53 ছিল সবচেয়ে বেশি বিক্রি হওয়া মিড-রেঞ্জের ফোনগুলির মধ্যে একটি। দেখে নেওয়া যাক Galaxy A54 তার থেকে কতটা আলাদা—

ডিজাইন:

খুব স্বাভাবিক ভাবেই এটি একটি স্মার্টফোনের বহিরঙ্গের বিষয়। কিন্তু তা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত যখন আপগ্রেডেশনের প্রসঙ্গ রয়েছে। Galaxy A54-তে গ্লাস স্যান্ডউইচ ডিজাইন দেওয়া হয়েছে। ফলে মিড-রেঞ্জ হলেও এর চেহারায় প্রিমিয়াম ভাব রয়েছে। Galaxy A53-তে কিন্তু প্লাস্টিকের কালো প্যানেল দেওয়া ছিল।

আরও পড়ুন- Vivo-র এই বড় ডিসপ্লে-র ফোনের দাম কমল ৬ হাজার টাকা! Flipkart-এ দুর্দান্ত সেল

ডিসপ্লে:

Galaxy A54-তে রয়েছে ১০০০nits পিক ব্রাইটনেস এবং ১২০Hz রিফ্রেশ রেট-সহ একটি ৬.৪-ইঞ্চি AMOLED ডিসপ্লে। Galaxy A53-তে ১২০Hz রিফ্রেশ রেট ছিল বটে তবে এর পিক ব্রাইটনেস ছিল ৮০০nits। যদিও সঙ্গে ছিল ৬.৫-ইঞ্চি AMOLED ডিসপ্লে পায়।

পারফরম্যান্স:

Galaxy A54 স্মার্টফোনটি চালিত হচ্ছে নতুন Exynos 1380 প্রসেসরে। AnTuTu-তে এর স্কোর ৫ লক্ষেরও বেশি। Galaxy A53 চালিত হত Exynos 1280 প্রসেসরে। AnTuTu-এ এর স্কোর ছিল ৩.৮ লক্ষের কাছাকাছি। হার্ডওয়্যারের ক্ষেত্রে, Galaxy A54 পুরনো মডেলের তুলনায় ৩০ শতাংশ দ্রুত কাজ করতে পারবে।

ক্যামেরা:

Galaxy A54-এ রয়েছে ৫০ মেগাপিকসেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। Galaxy A53-এ ছিল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সঙ্গে ছিল ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।

সফ্টওয়্যার:

Galaxy A54 চালিত হচ্ছে Android 13 ভিত্তিক OneUI 5.1-এ। Galaxy A53-তেও কিন্তু আপডেট করে নেওয়া সম্ভব। কিন্তু পরবর্তীকালে Galaxy A54 চারটি বড় Android OS আপডেট পাবে। যেখানে, Galaxy A53 পাবে আরও তিনটি।

আরও পড়ুন- WhatsApp-এ কি মাঝে মাঝে এমন লেখা আসে! ভাল না খারাপ, এখনই জানুন

ব্যাটারি:

দু’টি ফোনেই রয়েছে ৫,০০০ mAh ব্যাটারি এবং ২৫W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট। আলাদাভাবে চার্জার কিনতে হবে।

সুতরাং বোঝাই যাচ্ছে, আগের ডিভাইসটির তুলনায় Samsung Galaxy A54 সামান্য ছোট। তবে, এতে প্রিমিয়াম অভিজ্ঞতা পাওয়া যেতে পারে। ডিসপ্লে, ব্যাটারি এবং পারফরম্যান্সের ক্ষেত্রে Galaxy A54 উন্নত। ক্যামেরায় অবশ্য সামান্য এগিয়ে থাকবে Galaxy A53।

Galaxy A54-এর ৮জিবি/১২৮জিবি ভেরিয়েন্টের দাম ৩৮,৯৯৯ টাকা। একই ভেরিয়েন্টে Galaxy A53-এর দাম কমে ৩৩,৪৯৯ টাকা হয়ে গেছে।

Published by:Suman Majumder
First published:

Tags: Galaxy, SamSung