এয়ারটেল, ভোডাফোনকে পিছনে ফেলে জিও দিচ্ছে সবচেয়ে বেশি ৪জি ডাউনলোড স্পিড

Last Updated:

ট্রাইয়ের মাই স্পিড ডেটা অনুযায়ী, ৪জি ডাউনলোড স্পিডের ক্ষেত্রে এখন শীর্ষে রয়েছে রিল্যায়েন্স জিও ৷

#মুম্বই: জানুয়ারি মাসে ৪জি ডাউনলোড স্পিডের ক্ষেত্রে চতুর্থ স্থানে ছিল জিও ৷ কিন্তু ফের ঘুরে দাঁড়িয়ে এয়ারটেল, ভোডাফোনের মত সংস্থাকে পিছিয়ে ফেলে ছবিটাই উল্টে দিয়েছে জিও ৷ ট্রাইয়ের মাই স্পিড ডেটা অনুযায়ী, ৪জি ডাউনলোড স্পিডের ক্ষেত্রে এখন শীর্ষে রয়েছে রিল্যায়েন্স জিও ৷ তবে আপলোড স্পিডের ক্ষেত্রে বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে জিও ৷
ট্রাইয়ের ডেটা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে জিও-র রেজিস্টার্ড স্পিড ১৭.৪২ এমবিপিএস৷ আইডিয়ার স্পিড ১২.২১ এমবিপিএস, এয়ারটেল ১১.২৪৫ এমবিপিএস, ভোডাফোন ৮.৩৩৭ এমবিপিএস ৷ তবে বাকি সংস্থার থেকে এগিয়ে থাকলেও ফেব্রুয়ারি মাসে জিও-র স্পিড ডিসেম্বর ২০১৬-র থেকে অনেকটাই কম ছিল ৷ ডিসেম্বরে জিও-র স্পিড ছিল ১৮.১৪৬ এমবিপিএস ৷ যা এখনও পর্যন্ত জিও-র সর্বোচ্চ স্পিড ৷
advertisement
ট্রাইয়ের তথ্য বলছে, এয়ারটেল ও ভোডাফোনের ফোর-জি পরিষেবার মান পড়েছে৷ এয়ারটেলের স্পিড ১১.৮৬২ এমবিপিএস থেকে কমে গিয়ে হয়েছে ১১.২৫৪ এমবিপিএস ৷ অন্যদিকে ভোডাফোনের স্পিডের ১০.৩০১ স্পিড থেকে কমে হয়েছে ৮.৩৩৭ এমবিপিএস ৷
advertisement
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এয়ারটেল, ভোডাফোনকে পিছনে ফেলে জিও দিচ্ছে সবচেয়ে বেশি ৪জি ডাউনলোড স্পিড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement