২০০ মেগাপিক্সেল ক্যামেরা! স্মার্টফোনের বাজার এবার কাঁপিয়ে দেবে Redmi
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Redmi Note 13 Pro Plus: ৪ জানুয়ারি ভারতে Redmi Note 13 ফোনের সিরিজ লঞ্চ করা হবে।
কলকাতা: ভারতে লঞ্চ করা হতে চলেছে আরও একটি নতুন ফোন। বর্তমানে ভারতের বাজার বিভিন্ন ফোন নির্মাতা কোম্পানির কাছে পাখির চোখ হয়ে উঠেছে। এর জন্য ভারতে প্রায় সব ফোনের মডেল লঞ্চ করা হয়ে থাকে।
বিভিন্ন কোম্পানি অনেক সময় নিজেদের দেশে প্রথমে সেই ফোন লঞ্চ করে ভারতে সেই ফোন লঞ্চ করে থাকে। আবার অনেক জনপ্রিয় কোম্পানি এক্সক্লুসিভ ভাবে ভারতেই প্রথম তাদের ফোন লঞ্চ করে থাকে।
আরও পড়ুন- বিছানায় শুয়ে মোবাইল ঘাঁটছেন? ফোনের আলোতে মারাত্মক ক্ষতি হচ্ছে! আঁতকে উঠবেন
গতকাল জনপ্রিয় কোম্পানি Xiaomi প্রকাশ করেছে যে, আগামী ৪ জানুয়ারি ভারতে Redmi Note 13 ফোনের সিরিজ লঞ্চ করা হবে। আজ, কোম্পানি নিশ্চিত করেছে যে, তারা ভারতে Redmi Note 13 Pro Plus লঞ্চ করতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক Redmi Note 13 Pro Plus ফোনের সমস্ত খুঁটিনাটি।
advertisement
advertisement
জানা গিয়েছে যে, Redmi Note 13 Pro Plus ফোন Xiaomi-এর তৈরি করা সেরা রেডমি নোট হতে চলেছে। এটি বেশ কয়েকটি প্রিমিয়াম ফিচার-সহ আসে, যা চিনে আত্মপ্রকাশের পরপরই সামনে এসেছে।
কোম্পানি আগামী দিনে ধীরে ধীরে ফিচার প্রকাশ করার জন্য ভারতীয় ওয়েবসাইটে একটি উৎসর্গীকৃত টিজার পেজ সেট-আপ করেছে। যেহেতু ফোনটি ইতিমধ্যেই অফিসিয়াল এবং কয়েক মাস ধরে চিনে বিক্রি হচ্ছে, তাই এর ফিচার সামনে এসেছে।
advertisement
Redmi Note 13 Pro Plus এর ফিচার:
কলকাতা: Redmi Note 13 Pro Plus ফোনে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল ডিসপ্লে-সহ একটি ৬.৬৭-ইঞ্চির কার্ভড OLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই ফোন ১০-বিট প্যানেল ১.৫K রেজোলিউশন (২৭১২ x ১২২০ পিক্সেল), ১২০Hz রিফ্রেশ রেট, ১৯২০Hz PWM ডিমিং, ১৮০০ নিটস পিক ব্রাইটনেস এবং ডলবি ভিশন সমর্থন যুক্তও।
advertisement
আরও পড়ুন- ভারতের সব থেকে নিরাপদ গাড়ি কোনটা জানেন? বাঁচাবে জীবন, রাস্তায় বিপদ হবে না
এই ফোনটি LPDDR5 RAM এবং UFS ৩.১ স্টোরেজ-সহ একটি MediaTek Dimensity 7200 Ultra চিপ দ্বারা চালিত। সফটওয়্যার ফ্রন্টে এটি Android 13-এর উপর ভিত্তি করে MIUI 14 বুট করে। এটির পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেট-আপ রয়েছে। যার মধ্যে একটি ২০০ এ
advertisement
পি Samsung ISOCELL HP3 প্রাথমিক সেন্সর, একটি ৮ এমপি আল্ট্রাওয়াইড ইউনিট এবং একটি ২ এমপি ম্যাক্রো স্ন্যাপার রয়েছে। এই ফোনের সামনে একটি ১৬ এমপি শ্যুটার রয়েছে।
এই ডিভাইসটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টেরিও স্পিকার, IR ব্লাস্টার এবং IP68 রেটিং (ধুলো এবং জল প্রতিরোধী)। এটি ১২০W চার্জিংয়ের জন্য সমর্থন-সহ একটি ৫০০০mAh ব্যাটারি যুক্ত।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
December 16, 2023 7:18 PM IST