টিভিতেই এবার খবরের কাগজ থেকে বই পড়া,জিও ফাইবার গ্রাহকদের জন্য JioNews এবার সেট টপ বক্সেই

Last Updated:

এছাড়াও থাকছে ট্রেন্ডিং ছবি, ট্রেন্ডিং ভিডিও এবং আরও অনেক কিছু ৷ আর এর জন্য কোনও বাড়তি টাকাও গ্রাহকদের খরচ করতে হবে না ৷

#মুম্বই: ফের দুর্দান্ত অফার জিও ফাইবার গ্রাহকদের জন্য ৷ জিও নিউজ পরিষেবা এবার মিলবে জিও সেট টপ বক্সেও ৷ বাড়িতে বসে এবার টিভিতেই পড়তে পারবেন লেটেস্ট খবর, দেশের যে কোনও ভাষার সেরা খবরের কাগজগুলি ৷ শুধু তাই নয় টিভিতেই পড়ে নিতে পারবেন পছন্দের ম্যাগাজিনও ৷ এছাড়াও থাকছে ট্রেন্ডিং ছবি, ট্রেন্ডিং ভিডিও এবং আরও অনেক কিছু ৷ আর এর জন্য কোনও বাড়তি টাকাও গ্রাহকদের খরচ করতে হবে না ৷
জিও নিউজ হল আসলে একটা রেভিলিউশনারি ডিজিট্যাল নিউজ অ্যাপ ৷ যেখানে একটা অ্যাপেই ব্রেকিং নিউজের সঙ্গে গ্রাহকেরা পড়তে পারেন সমস্ত ভাষার নামী প্রথমসারির সংবাদপত্রগুলি, বিভিন্ন ভাষার জনপ্রিয় ম্যাগাজিন ও আরও অনেক কিছু ৷ এক কথায় বলে গেলে এক ছাতার নীচে মনোরঞ্জনের সমস্ত উপাদান রয়েছে জিও নিউজে ৷ প্রায় সাড়ে ৩৫০-এর উপর ই-পেপার ও ৮০০-এর উপর ম্যাগাজিন রয়েছে জিও নিউজের ভান্ডারে এবং তা ক্রমবর্ধমান ৷ অ্যাপের ১২টি ভাষা থেকে গ্রাহকেরা নিজেদের পছন্দ মতো ভাষা বেছে নিয়ে যা খুশি পড়তে ও দেখতে পারবেন ৷ আপাতত জিও সেট টপ বক্সের মাধ্যমে জিও ফাইবার গ্রাহকেরাই এই সুবিধা পাবেন ৷
advertisement
advertisement
জিও নিউজ কোনও কিছু পড়ার সময় পাঠকেরা জুম ইন-জুম আউটের সঙ্গে সঙ্গে প্রতিটি পাতা ফুলস্ক্রিন হোক বা পেজ ভিউ যেরকমভাবে খুশি দেখতে পারেন ৷ এছাড়া নিজেদের পছন্দের খবরের কাগজটি আলাদাভাবে মার্ক করে প্রতিদিন পড়তে পারবেন ৷
advertisement
জিও ফাইবার গ্রাহকদের জন্য একের পর এক দুর্দান্ত অফার এনেই চলেছে কোম্পানি ৷ উন্নতমানের ডিজিট্যাল এক্সপিরিয়েন্স ছাড়াও জিও ফাইবার গ্রাহকেরা জনপ্রিয় ওটিটি অ্যাপসগুলোর কনটেন্ট কোনও টাকা খরচ না করেই দেখতে পান ৷ সম্প্রতি হইচই-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে জিও ফাইবার ৷ এছাড়া জিও-এর নিজস্ব অ্যাপস জিও সিনেমা, জিও সাওন, জিও টিভি তো রয়েছেই ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
টিভিতেই এবার খবরের কাগজ থেকে বই পড়া,জিও ফাইবার গ্রাহকদের জন্য JioNews এবার সেট টপ বক্সেই
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement