এসি চললেও ঘর ঠান্ডা হচ্ছে না? এই টিপস মেনে চললেই মিলবে কাঙ্ক্ষিত শীতলতা

Last Updated:

ফিল্টারে ধুলো খুব দ্রুত জমে যায়। একটি আটকে থাকা এসি ফিল্টার বায়ুপ্রবাহ কমাতে পারে। তার ফলে এসি-র শীতলতা কম হয়ে যেতে পারে।

প্রচণ্ড গরমে অনেকেই বাড়িতে এসি লাগিয়ে ফেলেছেন। কিন্তু এই গরমে এসি যদি ঠিক মতো ঘর ঠাণ্ডা না করতে পারে, তাহলে তা চিন্তার বিষয় বৈকী! এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। কিছু কৌশল অবলম্বন করলেই নিজের ঘরের শীতলতা বজায় রাখা যেতে পারে অনায়াসে।
প্রচণ্ড গরমে এসি যে পরিমাণ আরাম দিতে পারে, কুলার ততখানি নয়। অনেকেই ভাল অফার দেখে বাড়িতে নতুন এসি লাগিয়ে নিচ্ছেন। অনেকের বাড়িতেই রয়েছে বহু বছরের এসি।
এই মুহূর্তে গোটা দেশে কোথাও কোথাও তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। এমন পরিস্থিতিতে অনেক সময় এসিও ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়। তাই এমন কিছু টিপস মেনে চলতে হবে, যা শান্তির ঘরে আরও শীতলতা আনতে সাহায্য করবে।
advertisement
advertisement
ফিল্টারে ধুলো খুব দ্রুত জমে যায়। একটি আটকে থাকা এসি ফিল্টার বায়ুপ্রবাহ কমাতে পারে। তার ফলে এসি-র শীতলতা কম হয়ে যেতে পারে। ভাল বায়ুপ্রবাহ এবং শীতলতার জন্য প্রতি দুই সপ্তাহ অন্তর ফিল্টার পরিষ্কার করার প্রয়োজন।
advertisement
সানশেড:
ঘরে যদি সরাসরি সূর্যের আলো পড়ে তবে সেই ঘর ঠান্ডা করতে এসি অনেকটা সময় নিতে পারে। তাছাড়াও, এসি বন্ধ হয়ে গেলেই ঘর আবার গরম হতে শুরু করবে। তাই ঘর ভাল ঠাণ্ডা করার জন্য, জানালা এবং দরজাগুলিতে মোটা পর্দা লাগাতে হবে, যাতে সরাসরি সূর্যের আলো ঘরে প্রবেশ করতে না পারে।
advertisement
কুল মোডের ব্যবহার:
এসি-তে আজকাল কুল, ড্রাই, হট, ফ্যান ইত্যাদি নানা কুলিং মোড ব্যবহার করা যায়। ভাল ঠাণ্ডা পেতে চাইলে নিজের এসি-টি কুল মোডে রয়েছে কি না তা পরীক্ষা করে দেখে নিতে হবে। কুল মোডে সেট করলেই সব থেকে ভাল শীতলতা পাওয়া যাবে।
ঘরের জানালা, দরজা বন্ধ:
advertisement
ভাল শীতলতা পেতে গেলে নিশ্চিত করতে হবে যে, ঘরের সমস্ত দরজা, জানালা সঠিক ভাবে বন্ধ করা রয়েছে। নাহলে ঘরের ভিতর বাইরে থেকে গরম বাতাস ঢুকে পড়তে পারে। ঠান্ডা বাতাসও বেরিয়ে যাবে। তাই এসি চালানোর সময় সমস্ত জানলা দরজা এঁটে বন্ধ করা দরকার।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এসি চললেও ঘর ঠান্ডা হচ্ছে না? এই টিপস মেনে চললেই মিলবে কাঙ্ক্ষিত শীতলতা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement