OnePlus Open: ভারতে OnePlus Open-এর দাম কেমন হবে, কেমন স্পেসিফিকেশন! লঞ্চের আগেই দেখে নিন চট করে
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
OnePlus Open: এতে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর-সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। OnePlus Open চিনের বাজারে Oppo Find N3 নামে লঞ্চ করবে।
ভারতে OnePlus-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে আগামী ১৯ অক্টোবর। আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আগেই ফাঁস হয়েছে এই ডিভাইসটির নানা ফিচার। এমনকী কত দাম হতে পারে ভারতে তা নিয়েও চলছে জল্পনা।
একজন নির্ভরযোগ্য চাইনিজ টিপস্টারও OnePlus Open-এর রিয়ার ক্যামেরা এবং ডিসপ্লে স্পেসিফিকেশন সম্পর্কে ইঙ্গিত দিয়েছে। সেখানে দেখানো হয়েছে, এতে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর-সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। OnePlus Open চিনের বাজারে Oppo Find N3 নামে লঞ্চ করবে।
টিপস্টার অভিষেক যাদব তাঁর X-হ্যান্ডলে OnePlus Open India-র দাম ভারতে কত হতে পারে, সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তাঁর দাবি, এই হ্যান্ডসেটটির দাম ভারতে প্রায় ১,৩৯,৯৯৯ টাকা হতে পারে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই ফোল্ডেবল ফোনটির বিক্রয় শুরু হতে পারে আগামী ২৭ অক্টোবর থেকে।
advertisement
advertisement
যদি এই সমস্ত তথ্য শেষ পর্যন্ত মিলে যায়, তাহলে OnePlus-এর বইয়ের মতো ফোল্ডেবল ডিভাইসটির দাম Samsung Galaxy Z Fold 5-র থেকে কম এবং Tecno Phantom V Fold- এর থেকে বেশি হবে। Samsung Galaxy Z Fold 5-এর ১২ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজের দাম ১,৫৪,৯৯৯টাকা। অন্যদিকে Tecno Phantom V Fold-র দাম ৮৮,৮৮৮ টাকা।
advertisement
জানা গিয়েছে OnePlus Open-এ থাকতে পারে একটি ২K রেজোলিউশন এবং ১২০Hz রিফ্রেশ রেট-সহ BOE প্যানেল। ডিসপ্লে-তে ১৪৪০Hz PWM ডিমিং এবং ২,৮০০ nits পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা পাওয়া যেতে পারে। এই হ্যান্ডসেটটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। এর মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেল ডুয়াল-লেয়ার ট্রানজিস্টর আউটসোল প্রধান ক্যামেরা এবং ৩x অপটিক্যাল জুম/ ৬x লসলেস জুম সাপোর্ট থাকবে। এছাড়া থাকতে পারে ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর। তৃতীয় সেন্সরটি হতে পারে ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ইউনিট।
advertisement
আরও পড়ুন: WhatsApp-এ বড় বদল! এবার ইচ্ছাপূরণ আপনারও, পাবেন বিরাট সুবিধা, জানুন নতুন ফিচার!
OnePlus Open-এ থাকতে পারে ৬৭W ফাস্ট চার্জিং-সহ একটি ১০০W চার্জার। হ্যান্ডসেটটি OxygenOS 13-এ চলতে পারে। এটি ১১.৭x ৬ x ৫.৮ মিলিমিটার আকারের হতে পারে, ওজন হতে পারে প্রায় ২৪৬ গ্রাম।
OnePlus জানিয়েছে ১৯ অক্টোবর, ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে লঞ্চ হবে OnePlus Open।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2023 10:26 PM IST

