Cars: গাড়ি কত বছর চালানোর পর বিক্রি করা উচিত? অনেকে জানেন না, ভুল হলেই বাড়তি খরচ
- Written by:Trending Desk
- Published by:Suman Majumder
Last Updated:
কিন্তু পুরনো গাড়ি বিক্রি করার সঠিক সময় কোনটা, সেটা জানা আবশ্যক। কারণ নাহলে গাড়ির সঠিক দাম না-ও পেতে পারেন তিনি।
কলকাতা : আজকের দিনে বহু মানুষেরই যাতায়াতের জন্য ভরসা হয়ে উঠেছে চার চাকা। বাড়িতে একটা গাড়ি থাকলে সুবিধাই হয়। কারণ প্রয়োজনে কিংবা ঘুরতে যেতে সেই গাড়িই যেন মুশকিল আসান হয়ে ওঠে। অনেকে নতুন গাড়ি কেনেন, আবার অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনেন।
আর কিছু কিছু মানুষ নতুন গাড়ি কেনার জন্য কিংবা কোনও প্রয়োজনে নিজের পুরনো গাড়িটি বিক্রি করে দিতে চান। কিন্তু পুরনো গাড়ি বিক্রি করার সঠিক সময় কোনটা, সেটা জানা আবশ্যক। কারণ নাহলে গাড়ির সঠিক দাম না-ও পেতে পারেন তিনি। আর সময়ে বিক্রি করলে যিনি গাড়িটি কিনছেন, তিনিও গাড়িটি ভাল অবস্থায় পাবেন। পুরনো গাড়ির যত্নের জন্য কী কী করণীয়। আর ভাল দাম পাওয়ার জন্য পুরনো গাড়িকে কীভাবে রাখতে হবে, এই সব প্রশ্ন থেকেই যায়। তাই আজকের প্রতিবেদনে এই সমস্ত বিষয়ে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
পুরনো গাড়ি বিক্রি করার আগে কী কী করণীয়?
advertisement
১. গাড়ির ভিতরের এবং বাইরের অংশ যদি ভাল থাকে, তাহলে ক্রেতাও ভাল পরিমাণ টাকা দিতে বাধ্য হবেন। সেক্ষেত্রে গাড়ির বডি পেইন্ট এবং ভিতরের আপগ্রেডেশনের কাজও করাতে হবে। এতে কিছু টাকা খরচ হতে পারে, কিন্তু তারপর বিক্রেতা গাড়ির জন্য ভাল দাম পেতে পারেন।
advertisement
আরও পড়ুন- ১৯ কোটিরও বেশি পাসওয়ার্ড ও লগ ইন তথ্য ফাঁস! ভয়ঙ্কর জালিয়াতিতে বুক কেঁপে উঠবে!
২. সময়মতো গাড়ির সার্ভিসিং করাতে হবে এবং এর প্রয়োজনীয় যন্ত্রাংশ আপডেট করতে থাকতে হবে, যাতে এর কর্মক্ষমতা কমে না যায়।
৩. পুরনো গাড়ির ভাল দাম পাওয়ার জন্য নিজের গাড়ির সার্ভিস রেকর্ড নিজের কাছে রাখা উচিত, যাতে ক্রেতা গাড়ির অবস্থা অনুমান করতে পারেন এবং বিক্রেতাও গাড়ির ভাল দাম পেতে পারেন।
advertisement
৪. আসলে গাড়ি যত পুরনো হয়, তার কর্মক্ষমতাও তত হ্রাস পেতে থাকে। তাই নিজের পুরনো গাড়ি সঠিক সময়ে বিক্রি করে দেওয়া উচিত। ধরা যাক, একজন ব্যক্তি প্রায় ৫ বছর ধরে একই গাড়ি ব্যবহার করছেন এবং এর জন্য কোনও ক্রেতা পাচ্ছেন না, তাহলে গাড়িটির অবস্থা আরও ভাল রাখার জন্য তাঁদের সব কিছু করা উচিত।
advertisement
৫. যদি কেউ নিজের পুরনো গাড়ি বিক্রি করার পরিকল্পনা করেন, তাহলে ৫ বছর ধরে গাড়িটি ব্যবহার করার পর তাঁর সেটি বিক্রি করে দেওয়া উচিত। আসলে যদি পুরনো গাড়ি বিক্রি করার ক্ষেত্রে কেউ এর তুলনায় বেশি সময় নেন, তাহলে তিনি এর জন্য ভাল রিসেল ভ্যালু পাবেন না।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 01, 2025 11:42 PM IST










