Vaccine Registration: ভ্যাকসিন নিতে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, কবে থেকে? কীভাবে করবেন বুকিং, জানুন বিস্তারিত

Last Updated:

Vaccine Registration: ভ্যাকসিন নেওয়ার নির্দিষ্ট কিছু নিয়মাবলীর কথা ঘোষণা করেছে স্বাস্থ্যমন্ত্রক

১৮ বছরের উর্ধ্বে বয়স হলে ভ্যাকসিন নেওয়ার স্লট পাবেন কবে থেকে কী ভাবে করবেন বুকিং, জানুন বিস্তারিত!
১৮ বছরের উর্ধ্বে বয়স হলে ভ্যাকসিন নেওয়ার স্লট পাবেন কবে থেকে কী ভাবে করবেন বুকিং, জানুন বিস্তারিত!
#নয়াদিল্লি: ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁরাও এবার কোভিড ১৯-এর ভ্যাকসিন পাবেন। এই নির্দিষ্ট বয়সসীমার মধ্যে যাঁরা পড়ছেন, তাঁদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে চলতি বছরের ১ মে থেকে। তবে এক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার নির্দিষ্ট কিছু নিয়মাবলীর কথা ঘোষণা করেছে স্বাস্থ্যমন্ত্রক। সাফ জানিয়ে দিয়েছে যে এক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার নির্দিষ্ট স্লট থাকবে, তা বুক করে রাখতে হবে আগেভাগে। তবেই মিলবে ভ্যাকসিন, কেউ স্লট বুক করে ভ্যাকসিন সেন্টারে চলে গেলে তাঁকে পরিষেবা দেওয়া হবে না।
এটা এখন আর নতুন কোনও তথ্য নয় যে দেশবাসীর টিকাকরণে সাহায্য করার জন্য সরকারের তরফ থেকে আরোগ্য সেতু এবং CoWin-এর মতো অ্যাপ লঞ্চ করা হয়েছে। CoWin প্রধান আর এস শর্মা এই প্রসঙ্গে News18-কে জানিয়েছেন যে তাঁরা ভ্যাকসিনের স্লট বুক করার ব্যাপারে দেশবাসীর সক্রিয় সহযোগিতা আশা করছেন। কেন না, প্রাপ্তবয়স্ক মাত্রই ভ্যাকসিন নেওয়ার ছাড়পত্র পেয়েছেন বলে এখন থেকে ভ্যাকসিন সেন্টারে ভিড় বাড়বে। যা এই করোনার দ্বিতীয় অতি সক্রিয় তরঙ্গে কখনই কাম্য নয়। সেই জন্যই সবাইকে স্লট বুক করে তবেই ভ্যাকসিন সেন্টারে যাওয়ার অনুরোধ জানিয়েছেন CoWin প্রধান শর্মা।
advertisement
পাশাপাশি, এই টিকাকরণ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে প্রতিটি রাজ্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে কেন্দ্র। এই ব্যাপারে কেন্দ্র রাজ্যগুলিকে করোনার ভ্যাকসিনের জোগান সম্পর্কিত একটি সুষ্ঠু রিপোর্ট পেশ করতে বলেছে। যা মিলিয়ে কেন্দ্র থেকে প্রতি রাজ্যে ভ্যাকসিনের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা হবে যাতে দেশের কেউই এই পরিষেবা থেকে বঞ্চিত না হন!
advertisement
advertisement
এবার দেখে নেওয়া যাক ভ্যাকসিন নেওয়ার লক্ষ্যে কী ভাবে স্লট বুক করতে হবে। সরকার জানিয়েছে যে ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁরা ২৮ এপ্রিল থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য স্লট বুক করতে পারবেন আরোগ্য সেতু বা CoWin-এর মাধ্যমে।
প্রথমে অ্যাপটি ফোনে ডাউনলোড করতে হবে। তার পর অ্যাপটিতে কোউইন অপশনটি খুঁজে সেখান থেকে ভ্যাকসিনেশন অপশনটি বেছে নিতে হবে। এবার সেখানেই রেজিস্টার নাও বলে একটি অপশন আসবে। সেটি সিলেক্ট করে ১০ সংখ্যার মোবাইল নম্বরটি দিতে হবে। একটি OTP আসবে সেটি দিলে রেজিস্টার করার প্রথম পদক্ষেপ সাঙ্গ হবে।
advertisement
এবার দ্বিতীয় পদক্ষেপে ফটো আইডি প্রুফ লাগবে, যেমন আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। এটি শেষ হয়ে যাওয়ার পর একটি পেজ খুলবে, যেখানে আরও চারজনকে যুক্ত করা যাবে এই একই নম্বর দিয়ে।
দিতে হবে পিন কোড, যাতে ভ্যাকসিনের সেন্টার দেখা যায়। টাইম স্লট বুক করতে হবে ও তার পর প্রসিড অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে সময় বা তারিখ পরিবর্তনও করা যেতে পারে।
advertisement
নিজের নাম CoWin পোর্টালের মাধ্যমে রেজিস্টার করতে, ব্রাউজারে www.cowin.gov.in টাইপ করে এন্টার দিতে হবে। এবার মোবাইল নম্বর দেওয়ার জায়গা থাকবে, মোবাইল নম্বর দিতে হবে। Get OTP অপশনে ক্লিক করতে হবে। এবার মোবাইলে আসা OTP নির্দিষ্ট জায়গায় দিয়ে ভেরিফাই করতে হবে। OTP ঠিক থাকলে Registration of Vaccination বলে একটি পেজ খুলবে। যেখানে বয়সের প্রমাণ ও লিঙ্গ সম্পর্কিত তথ্য দিতে হবে। যে কোনও একটি ফটো আইডি প্রুফ দিতে হবে। এবার অ্যাকাউন্ট ডিটেলস দেখা যাবে।
advertisement
এখানেও নিজেকে বাদে আরও তিন জনকে যুক্ত করা যাবে। এর জন্য অ্যাড মোর অপশনে ক্লিক করতে হবে। যা পেজের ডান দিকে নিচে আসবে। অ্যাড না পেলে অ্যাড অপশনটি ক্লিক করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Vaccine Registration: ভ্যাকসিন নিতে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, কবে থেকে? কীভাবে করবেন বুকিং, জানুন বিস্তারিত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement