বিদেশী নম্বরে WhatsApp ব্যবহার করতে চান? সাহায্য করবে এই অ্যাপ

Last Updated:

একটি বিদেশী নম্বর থেকে WhatsApp-এ লগ ইন করার পরে, ব্যবহারকারীরা নিজেদের নাম প্রকাশ না করে যে কোনও নম্বরে সঙ্গে চ্যাট করতে পারেন।

গত কয়েক বছরে WhatsApp হয়ে উঠেছে অত্যন্ত জরুরি একটি অ্যাপ। সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে এর গুরুত্ব বেশ খানিকটা বেড়ে গিয়েছে। শুধু লিখিত কথোপকথন নয়, বরং ভিডিও এবং অডিও কল করার সুবিধা এবং গুরুত্বপূর্ণ নথি আদান প্রদানের সহজ মাধ্যম হয়ে উঠেছে।
কিন্তু অনেক সময়ই সমস্যার মুখোমুখী হতে হয়। ফোন নম্বর থেকে পরিচয় ফাঁস হয়ে যাওয়া বা তথ্য ফাঁস হয়ে যাওয়ার সমস্যা হতে পারে। এই সমস্যার মোকাবিলা করার জন্য WhatsApp ব্যবহারকারীরা একটি অ্যাপের সাহায্য নিতে পারেন। এতে ব্যবহারকারীর পরিচয় গোপন করা সহজ হয়ে যাবে। একটি বিদেশী নম্বর থেকে WhatsApp-এ লগ ইন করার পরে, ব্যবহারকারীরা নিজেদের নাম প্রকাশ না করে যে কোনও নম্বরে সঙ্গে চ্যাট করতে পারেন। এই অ্যাপটি বিনামূল্যেই ব্যবহার করা যায়।
advertisement
advertisement
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা নিজেদের পরিচয় গোপন করে WhatsApp ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে Nextplus: Phone # Text+Call অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারেন। বলে শর্তাবলি দেখে নেওয়া প্রয়োজন। কারণ এই অ্যাপটি ব্যবহার করার জন্য ‘লোকেশন’-সহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অনুমতি দিতে হয় ওই অ্যাপকে। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা দেশের কোড ব্যবহার করে যে কোনও ফোন নম্বর পেতে পারেন।
advertisement
বিদেশী নম্বর কপি করার উপায় -
১) একটি বিদেশী নম্বর পেতে, প্রথমে Nextplus খুলতে হবে: Phone # Text+Call অ্যাপ।
২) এতে ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৩) এরপর, স্মার্টফোন নম্বর এন্টার করার পরে, দেশের কোড বা ভৌগলিক অঞ্চল অনুসারে যে কোনও একটি নম্বর নির্বাচন করতে হবে।
advertisement
৪) নির্বাচন করার সময় দেশের কোডটি সাবধানে পড়তে হবে।
৫) সম্ভব হলে, কপি করার সময় দেশের কোড কোথাও স্টোর করে রেখে দিতে হবে, পরে প্রয়োজন হতে পারে।
WhatsApp এ লগইন করার উপায় -
১) WhatsApp এ ফোন নম্বর দিয়ে লগইন করতে, প্রথমে ইন্টারনেটে দেশের কোডটি অনুসন্ধান করতে হবে এবং তারপরে এটি অনুলিপি করতে হবে৷
advertisement
২) WhatsApp খোলার পরে, দেশের কোড সহ বিদেশী নম্বর লিখতে হবে এবং ঠিক আছে অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর, যাচাইকরণের সময়, মেসেজ OTP এর পরিবর্তে, কল নির্বাচন করতে হবে।
৪) এখন Get OTP তে ক্লিক করতে হবে এবং কলের জন্য অপেক্ষা করতে হবে।
৫) ওটিপি মনোযোগ সহকারে শোনার পরে, যাচাইকরণের জন্য সেটি লিখতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বিদেশী নম্বরে WhatsApp ব্যবহার করতে চান? সাহায্য করবে এই অ্যাপ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement