৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা-সহ আজ লঞ্চ হবে ভিভো-র নতুন স্মার্টফোন Vivo V23e, জেনে নিন দাম ও ফিচার্স
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Vivo V23e 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্ট 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসবে। ফোনটি এক্সটেন্ডেড ভার্চুয়াল র্যামও সাপোর্ট করবে।
Vivo V23e Smartphone Price and Specifications: স্মার্টফোন নির্মাতা কোম্পানি Vivo, আজ তাঁদের নতুন স্মার্টফোন Vivo V23e আজ লঞ্চ করতে চলেছে। V23 সিরিজের তিন নম্বর স্মার্টফোন এটি, বাজারে আগের থেকেই Vivo V23 5G আর Vivo V23e Pro ফোন দুটি পাওয়া যাচ্ছে । উল্লেখ্য Vivo V23e 5G গতবছর নভেম্বর মাসে থাইল্যান্ডে লঞ্চ হয়েছিল। ইতিমধ্যেই জানা গিয়েছে যে এই ফোনে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ( MediaTek Dimensity 810) , ৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আজ দুপুর ১২টায় শুরু হবে লঞ্চ ইভেন্ট, লাইভ দেখা যাবে ভিভো-র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ও ভিভো ওয়েবসাইটে।
Vivo V23e 5G স্মার্টফোনে থাকবে ৬.৪৪ ইঞ্চির ফুল-এইচডি প্লাস অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 60Hz আর স্ক্রিন রেজোলিউশন ২,৪০০ x ১,০৮০ পিক্সেল। এই স্মার্টফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে ডিজাইনের সঙ্গে আসবে। কোম্পানি জানিয়েছে যে, এই ফোনটি হবে খুবই পাতলা হবে। এটি একটি আল্ট্রা-স্লিম গ্লাস ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হবে।
বলা হচ্ছে যে Vivo V23e 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্ট 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসবে। ফোনটি এক্সটেন্ডেড ভার্চুয়াল র্যামও সাপোর্ট করবে। সেফটি আর সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
advertisement
advertisement
We're back to tell you a new story! #vivoV23e is launching on 21st February. Stay Tuned. #DelightEveryMoment Know More: https://t.co/Zzm9OTyqEu pic.twitter.com/3yBWTzCXPN
— Vivo India (@Vivo_India) February 20, 2022
ছবি তোলার জন্য Vivo-র নতুন স্মার্টফোনে থাকবে ৫০ মেপাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর ২ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো ক্যামেরা। সেলফি আর ভিডিও কলিং এর জন্য ফোনের সামনে রয়েছে ৪৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ (FunTouch OS 12) ইউজার ইন্টারফেসে চলবে।
advertisement
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V23e 5G ফোনে ৪,০৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনে USB টাইপ-সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য থকাছে 5G, 4G LTE, ব্লুটুথ ৫.১, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট।
থাইল্যান্ডে Vivo V23e 5G ফোনটি দুটি রঙে পাওয়া যাচ্ছে – মুনলাইট শ্যাডো ও শানশাইন কস্ট। Vivo V23e স্মার্টফোনটির দাম ভারতে ২৬,০০০ টাকা থেকে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি গ্রাহকরা ই-কমার্স প্লাটফর্ম থেকে কিনতে পারবেন।
Location :
First Published :
February 21, 2022 10:14 AM IST