জনপ্রিয় মোবাইল কোম্পানি Samsung ভারতে তাদের Galaxy S23 সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। বিগত বছরে Samsung তাদের Galaxy S22 সিরিজের স্মার্টফোন সফলভাবে লঞ্চ করার পর, দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট কোম্পানি ভারতে এবং বিশ্বব্যাপী তাদের Galaxy S23 সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। জানা গিয়েছে যে, আগামী ১ ফেব্রুয়ারি, অর্থাৎ বুধবার গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে এই ফোন লঞ্চ করা হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।
স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ২০২৩ ইভেন্টটি ১ ফেব্রুয়ারি ১০ am PST (IST ১১.৩০ pm) সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে। গ্যালাক্সি আনপ্যাকড ২০২৩ ইভেন্ট স্যামসাং ওয়েবসাইট, স্যামসাং নিউজরুম, ট্যুইটার এবং ইউটিউব সহ Samsung-এর অফিসিয়াল চ্যানেলগুলির মাধ্যমে লাইভ-স্ট্রিম করা হবে।
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
মনে করা হচ্ছে যে, আসন্ন Samsung Galaxy S23 সিরিজের তিনটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। সেগুলো হল - Galaxy S23, Galaxy S23 Plus এবং Galaxy S23 Ultra। Samsung দাবি করেছে যে, Galaxy S23 সিরিজের ক্যামেরা সিস্টেমে আরও ভাল জুম পারফরম্যান্স থাকবে। এটা নিশ্চিত করা হয়েছে যে, Galaxy S23 সিরিজের সমস্ত মডেল, বিশ্বব্যাপী, Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হবে।
এছাড়াও, Samsung Galaxy S23 সিরিজের টপ-এন্ড ভ্যারিয়েন্টে একটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে। Galaxy S23 Ultra 5G একটি ৬.৮-ইঞ্চির ডিসপ্লে, ২৫৬ ইন্টারনাল মেমরি, পিছনের ক্যামেরায় একটি ট্রিপল ক্যামেরা সেটআপ, একটি ৪০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
ডিসপ্লের ক্ষেত্রে, Galaxy S23 সিরিজের তিনটি স্মার্টফোনেই AMOLED প্যানেল ব্যবহার করা হতে পারে। Galaxy S23-ফোনে ৬.১ ইঞ্চি ডিসপ্লে থাকবে এবং Galaxy S23+ ফোনে ৬.৬-ইঞ্চি ডিসপ্লে থাকবে। অন্য দিকে, টপ ভ্যারিয়েন্ট - Galaxy S23 Ultra ফোনে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে মনে করা হচ্ছে।
Samsung তার পরবর্তী Galaxy ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে নতুন Gorilla Glass Victus সংস্করণ ব্যবহার করছে, যা Galaxy S23 সিরিজ হতে পারে। Corning Gorilla Glass Victus ২ একটি নতুন কাচের কম্পোজিশন ব্যবহার করে তৈরি করা হয়েছে। ফলে স্ক্র্যাচ প্রোটেকশন, ড্রপ গার্ডের মতো ফিচারগুলো হবে আরও উন্নত।
এছাড়া এই ইভেন্টে নতুন Galaxy Book 3 সিরিজের ল্যাপটপও লঞ্চ করা হতে পারে। সাধারণ হার্ডওয়্যার আপগ্রেড ছাড়াও, গ্যালাক্সি বুক ৩ লাইন আপে স্যামসাংয়ের প্রথম আল্ট্রা-ব্র্যান্ডেড নোটবুক অন্তর্ভুক্ত থাকতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: SamSung, Samsung Galaxy