Redmi Note 10T 5G: ভারতে লঞ্চ হল Redmi Note 10T 5G। এটি কোম্পানির প্রথম 5G স্মার্টফোন হিসেবে ভারতে পা রেখেছে। Redmi Note 10T 5G ফোনের বিশেষ আকর্ষণ এর মিডিয়াটেক ডায়মেনসিটি চিপসেট আর ট্রিপল ক্যামেরা। এটি Redmi Note সিরিজের এটি ৫ নম্বর সেট। ভারতে রেডমি নোট ১০টি ৫জি ফোনের দাম শুরু হয়েছে ১৩,৯৯৯ টাকা থেকে। এই দামে গ্রাহকরা পেয়ে যাবেন ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট। আর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। ২৬ জুলাই দুপুর ১২ টা থেকে Amazon, Mi.com, Mi Home Store-র ফোনটির সেল শুরু হবে।
লঞ্চ অফার হিসাবে, আপনি রেডমি নোট ১০টি ৫জি ফোনটি কেনার সময় গ্রাহকরা যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে পেয়ে যাবেন ১০০ টাকার ছাড়।
Redmi Note 10T 5G ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সঙ্গে রয়েছে ৬ জিবি পর্যন্ত র্যাম আর ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। ফোনটির ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। তিনটি রঙে পাওয়া যাবে রেডমি নোট ১০টি ৫জি ফোনটি - মিন্ট গ্রীন, মেটালিক ব্লু, গ্রাফাইট ব্ল্যাক ও ক্রোমিয়াম হোয়াইট।
রেডমি নোট ১০টি ৫জি ফোন রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০x২৪০০ পিক্সেল আর সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নি গরিলা গ্লাস প্রোটেকশন। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ কাস্টম ওএস-এ চলবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ছবি তোলার জন্য ফোন রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। তাতে রয়েছে এফ/১.৭৯ অ্যাপারচার-সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর, ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিং এর জন্য ফোন রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ারের জন্য থাকছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। যা ২২.৫ ওয়াট ফাস্ট-চার্জি সাপোর্ট করবে।
সিকিউরিটির জন্য Redmi Note 10T 5G ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য থাকছে 5G, 4G, ডুয়েল সিম সাপোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫এমএম হেডফোন জ্যাক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Redmi, Redmi Note, Xiaomi