Realme Narzo 50A Prime এখন ১০ হাজারেরও কমে, অফার দেখুন খতিয়ে

Last Updated:

জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে শুরু হয়ে গিয়েছে Amazon Smartphone Upgrade Days Sale

যাঁরা ফোন কেনার জন্য সেলের অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য রয়েছে দারুন সুখবর। কারণ জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে শুরু হয়ে গিয়েছে Amazon Smartphone Upgrade Days Sale। অ্যামাজনের এই সেলে বিভিন্ন ধরনের ফোন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় অফারে। অ্যামাজনের এই সেলে Reality Narzo 50A Prime ফোন পাওয়া যাচ্ছে ধামাকা অফারে। এক নজরে দেখে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি বিষয়।
১৪ ডিসেম্বর অ্যামাজন স্মার্টফোন আপগ্রেড ডেজ সেলের শেষ দিন। এই সেলে Realme থেকে Redmi কোম্পানির বিভিন্ন জনপ্রিয় ফোন পাওয়া যাচ্ছে সস্তা দামে। এমন পরিস্থিতিতে, যাঁরা একটি নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য রয়েছে একটি ভাল সুযোগ। কারণ এই সেলে Realme-এর Narzo 50A Prime ফোনের উপরে পাওয়া যাচ্ছে ধামাকা অফার। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রাহকরা এই সেলে Realme Narzo 50A Prime ফোন ১১,৪৯৯ টাকার পরিবর্তে মাত্র ৯,৪৯৯ টাকায় ক্রয় করতে পারবেন।
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
Reality Narzo 50A Prime ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস স্ক্রিন ডিসপ্লে। Reality Narzo 50A Prime ফোনের স্ক্রিন রেজোলিউশন হল ২৪৮০×১০৮০। Reality Narzo 50A Prime ফোনে ব্যবহার করা হয়েছে ৯০.৭% স্ক্রিন টু বডি রেশিও এবং ৬০০ নিটস পিক ব্রাইটনেস।
advertisement
advertisement
Reality Narzo 50A Prime ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী Unisoc T612 প্রসেসর। Reality Narzo 50A Prime ফোনে ব্যবহার করা হয়েছে ৮.১ মিমি আল্ট্রা স্লিম কেভলার স্পিড টেক্সচার ডিজাইন। Reality Narzo 50A Prime ফোনে ব্যবহার করা হয়েছে Android 11 যুক্ত Realme UI R সংস্করণ। Realme Narzo 50A Prime ফোনের দুটি স্টোরেজ ভেরিয়েন্টে রয়েছে। এর মধ্যে একটি হল ৪জিবি র‍্যাম এবং ৬৪জিবি স্টোরেজ। আরেকটি হল ৪জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
advertisement
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
ক্যামেরা হিসেবে Reality Narzo 50A Prime ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের AI ট্রিপল রিয়ার ক্যামেরা। এতে f/1.8 অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, f/2.8 অ্যাপারচার সহ B&W লেন্স এবং f/2.4 অ্যাপারচার সহ একটি ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য ফোনটিতে একটি ৮ মেগাপিক্সেলের AI ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
advertisement
পাওয়ারের জন্য, Realme Narzo 50A Prime ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা কুইক চার্জ ফ্ল্যাশ চার্জিংয়ের ফিচার যুক্ত। এতে ১৭.২ ঘন্টা YouTube সময়, ১৯.৩ ঘন্টা WhatsApp সময়, ৪৯ ঘন্টা কলিং, ৮৫.৪ ঘন্টা Spotify সময় এবং ৮.১ ঘন্টা গেমিং সময় পাওয়া যায়৷ এই ফোনে রয়েছে আল্ট্রা সেভিং মোড।
advertisement
Keywords:
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Realme Narzo 50A Prime এখন ১০ হাজারেরও কমে, অফার দেখুন খতিয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement