Oppo Reno 10 5G Review: জবাব নেই ক্য়ামেরার; দামও একেবারে সাধ্যের মধ্যে! একনজরে দেখে নিন OPPO Reno10 5G স্মার্টফোনের ফিচার
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আর OPPO Reno সিরিজের প্রতিটি স্মার্টফোনের বিশেষত্ব হল, এর আধুনিক ডিজাইন, দুর্দান্ত ক্যামেরার গুণমান এবং উন্নত ফিচার। এই সমস্ত ফিচার OPPO Reno10 5G ফোনে রয়েছে।
OPPO Reno10 5G Review: নিজেদের স্মার্ট ডিভাইসে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে সারা বিশ্বে জনপ্রিয় হয়েছে OPPO। রেনো সিরিজও তার ব্যতিক্রম নয়। আর OPPO Reno সিরিজের প্রতিটি স্মার্টফোনের বিশেষত্ব হল, এর আধুনিক ডিজাইন, দুর্দান্ত ক্যামেরার গুণমান এবং উন্নত ফিচার। এই সমস্ত ফিচার OPPO Reno10 5G ফোনে রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের সমস্ত খুঁটিনাটি।
সুন্দর ডিজাইন এবং আকর্ষণীয় ডিসপ্লে:
এই ফোনটির কার্ভড গ্লাস এটিকে আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও এই আকর্ষণীয় ফোনটি দু’টি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে – আইস ব্লু এবং সিলভারি গ্রে। এর পাশাপাশি OPPO-র সিগনেচার OPPO Glow Process ফিনিশও এই ফোনকে আরও বেশি আকর্ষণীয় করেছে। এই ফোনের আর একটি দুর্দান্ত ফিচার হল ক্যামেরা ম্যাট্রিক্স। এটির ডিজাইন বেশির ভাগ পুরনো স্মার্টফোনের মতো বিরক্তিকর নয়। এই ফোনে রয়েছে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন-সহ একটি ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে।
advertisement
advertisement
আরও পড়ুন – রাতে শুয়ে মোবাইল ঘাঁটেন! আপনার জন্য অপেক্ষা করছে এই মারাত্মক অসুখ
এছাড়াও ফোনটিতে একটি ১০-বিট প্যানেল রয়েছে, যা ১ বিলিয়ন পর্যন্ত রঙ পরিচালনা করতে পারে এবং সহজেই ৯৫০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে সক্ষম। এছাড়াও HDR১০+ সার্টিফিকেশন রয়েছে, যা সেরা ভিডিও এবং স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা প্রদান করে। এর পাশাপাশি এই ফোনে একটি ৩ডি ভেলভেট কার্ভ কভার স্ক্রিন রয়েছে, যার কারণে ফোন বিনা বাধায় চালানো যাবে। এছাড়াও ৯৩% বডি টু স্ক্রিন রেশিও এই ফোনটিকে খুব ট্রেন্ডি লুক দিয়েছে। AGC Dragontrail Star 2 নিরাপত্তা এই ফোনের আর একটি বিশেষত্ব। এই গোরিলা গ্লাসটি ৫ থেকে ২০% শক্তিশালী।
advertisement
OPPO আল্ট্রা-ক্লিয়ার পোর্ট্রেট ক্যামেরা সিস্টেম:
ক্যামেরা সম্পর্কে কথা বলতে গেলে বলতে হয় যে, OPPO-র এই ফোনটির প্রধান ক্যামেরা হল একটি ৬৪ মেগাপিক্সেলের F১.৭ ইউনিট, যা পিক্সেল বিনিং এবং ৪কে ভিডিও সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে একটি ৮ মেগাপিক্সেলের ১১২-ডিগ্রি আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে একটি ৪৭mm-এর সমতুল্য ৩২ মেগাপিক্সেল টেলিফটো পোর্ট্রেট লেন্স রয়েছে। সেলফিপ্রেমীদের জন্য একটি ৩২ মেগাপিক্সেল ইউনিট ক্যামেরাও রয়েছে। ক্যামেরার দিক থেকে এই ফোনটি সেরা বিকল্প।
advertisement
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
SUPERVOOC(TM) এর সঙ্গে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ:
OPPO Reno10 5G-র ব্যাটারিও অসাধারণ। এতে একটি ৫০০০ mAh ব্যাটারি রয়েছে। এর ফলে একবার মাত্র চার্জ দিয়ে সারা দিন আরামে ফোনটি ব্যবহার করা যেতে পারে। ৬৭ ওয়াট SUPERVOOC(TM) ফ্ল্যাশ চার্জ সাপোর্ট-সহ এর ব্যাটারি মাত্র ৪৭ মিনিটের মধ্যে ০-১০০% চার্জ হবে।
advertisement
ফোনের পারফরমেন্স:
এই ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7050 প্রসেসর। যা ৬ এনএম কাটিং-এজ ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া থেকে তৈরি এবং CPU ২.৬GHz পর্যন্ত বুস্ট করা যেতে পারে। এই ফোনে ৮ জিবি RAM-এর পাশাপাশি ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী স্টোরেজ বাড়ানো যেতে পারে।
advertisement
সম্পূর্ণ সুরক্ষিত ColorOS 13.1:
ColorOS 13.1-কে বর্তমানে OS-এর বিশ্বসেরা এবং সবচেয়ে সক্ষম ওএস হিসাবে বিবেচনা করা হয়। এই দুর্দান্ত ওএস-টি OPPO-র Reno10 5G স্মার্টফোনেও ব্যবহার করা হয়েছে। এই ফোনকে কোনও বাধা ছাড়াই একই সময়ে একাধিক ডিভাইসের সঙ্গে সংযোগ করা যেতে পারে। OPPO Reno10 5G-র দাম ৩২,৯৯৯ টাকা এবং এর বিক্রি শুরু হয়েছে। গ্রাহকরা ফোনটি Flipkart, OPPO স্টোর এবং দোকান থেকে কিনতে পারবেন। OPPO Reno10 5G কিনলে গ্রাহকরা বিভিন্ন অফারের সুবিধাও নিতে পারবে।
view commentsLocation :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 05, 2023 5:21 PM IST