Motorola Moto G14: ১ অগাস্ট লঞ্চ হতে চলেছে বাজেট ফোন Moto G14, দাম কত? কী কী ফিচার রয়েছে?

Last Updated:

Motorola Moto G14: Motorola কোম্পানি আগামী ১ অগাস্ট ভারতে Moto G14 ফোন লঞ্চ করতে চলেছে। এই ফোন লঞ্চের পরে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ উপলব্ধ হবে৷

Motorola Moto G14: ভারতের বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ফোন লঞ্চ করে চলেছে। কিন্তু, ভারতের বাজারে বাজেট ফোনের চাহিদা সবথেকে বেশি। এই চাহিদা প্রায় সারা বছর জুড়েই থাকে। এই কারণে বিভিন্ন কোম্পানি একটার পর একটা বাজেট ফোন নিয়ে আসছে। ক্রেতাদের আকৃষ্ট করতে সেই সকল বাজেট ফোনে যুক্ত করা হচ্ছে বিভিন্ন ধরনের ফিচার। জনপ্রিয় কোম্পানি Motorola তেমনই একটি বাজেট ফোন লঞ্চ করতে চলেছে। Motorola সোমবার ভারতে তাদের বাজেট ফোন লঞ্চের তারিখ ঘোষণা করেছে। Motorola কোম্পানি আগামী ১ অগাস্ট ভারতে Moto G14 ফোন লঞ্চ করতে চলেছে। এই ফোন লঞ্চের পরে ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ উপলব্ধ হবে৷
MOTO G14-এর দাম এবং রঙের বিকল্প (সম্ভাব্য) –
নতুন MOTO G14 ফোনের প্রি-অর্ডারও লঞ্চের তারিখে দুপুর ১২টা থেকে শুরু হবে। Flipkart পেজে ইতিমধ্যেই এই ফোনের ফিচার এবং উপলব্ধ রঙের বিকল্প উল্লেখ করা হয়েছে। এই স্মার্টফোনটি নীল এবং ধূসর রঙের বিকল্পে পাওয়া যাবে। ভারতে Moto G14-এর দাম ১৫,০০০ টাকার নিচে হতে পারে। কিন্তু, এটি অফিসিয়াল নয় এবং সঠিক বিষয় জানার জন্য এই ফোনের লঞ্চ অবধি অপেক্ষা করতে হবে।
advertisement
advertisement
Moto G14 ফোনের ব্যাক ডিজাইনে একটু চকচকে ভাব থাকতে পারে, যেখানে একটি LED ফ্ল্যাশ সহ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। Motorola টিজার অনুযায়ী আসন্ন Moto G14 ফোনে একটি ৬.৫-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে থাকতে পারে।
advertisement
MOTO G14 ফোনে থাকতে পারে একটি অক্টা-কোর Unisoc T616 SoC। একই সঙ্গে ৪ জিবি RAM এবং ১২৮ জিবির UFS ২.২ স্টোরেজ। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ আউট-অফ-দ্য-বক্সে চালানোর জন্য সেট করা হয়েছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এই স্মার্টফোনটিতে Android ১৪-এর একটি আপগ্রেড পাওয়া যাবে। একই সঙ্গে ৩ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
advertisement
Moto G14 ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হতে পারে। এই ফোনের সামনে একটি ওয়াটারড্রপ-স্টাইল নচ থাকতে পারে। এছাড়াও ভিডিও কল এবং সেলফির জন্যও ক্যামেরা দেওয়া থাকবে।
এই ফোনটিতে ২০W চার্জিং সাপোর্ট সহ একটি ৫০০০ mAh ব্যাটারি দেওয়া হতে পারে। যা ৩৪ ঘন্টা টকটাইম এবং ১৬ ঘন্টা ভিডিও স্ট্রিমিং অফার করবে৷ এই স্মার্টফোনটিতে জল প্রতিরোধের জন্য IP৫২ রেটিং সহ একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং ফেস রেকগনিশন থাকতে পারে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Motorola Moto G14: ১ অগাস্ট লঞ্চ হতে চলেছে বাজেট ফোন Moto G14, দাম কত? কী কী ফিচার রয়েছে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement