IUC প্রধানমন্ত্রীর ডিজিট্যাল ইন্ডিয়ার নীতিবিরুদ্ধ, গরিব বিরোধী, ট্রাইকে তোপ jio-এর

Last Updated:

জিও ট্রাইয়ের এই নীতিকে সম্পূর্ণ গরীব বিরোধী বলে ব্যাখা করেছে ৷

#মুম্বই: কল কানেক্ট চার্জ শেষ করে দিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিট্যাল ইন্ডিয়ার স্বপ্ন ৷ টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া-এর বিরুদ্ধে মুকেশ অম্বানির সংস্থা জিও এমনই গুরুতর অভিযোগ আনল ৷ IUC (ইন্টারকানেক্টেড ইউসেজ চার্জ)- লাগু করার ফলে বেড়ে গিয়েছে মোবাইলে খরচ ৷ জিও ট্রাইয়ের এই নীতিকে সম্পূর্ণ গরীব বিরোধী, বেআইনি, স্বেচ্ছাচারী বলে ব্যাখা করেছে ৷
টেলিকম পরিষেবা মানুষের কাছে সহজলভ্য না-হলে ডিজিটাল ইন্ডিয়া একটি স্লোগানই থেকে যাবে বলেই মত বিশেষজ্ঞমহলের৷ সেই সুরেই জিও-এর অভিযোগ আক্ষরিক অর্থেই ডিজিটাল ইন্ডিয়া-র স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে, অবিলম্বে বস্তাপচা IUC তুলে দেওয়া উচিত ৷ IUC চার্জ নিয়ে এই মুহূর্তে দ্বিধাবিভক্ত টেলিকম ইন্ডাস্ট্রি ৷
IUC কী? এটি হল ট্রাই-এর একটি নিয়ম৷ মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে অন্য নেটওয়ার্কে কল টার্মিনেট করতে হলে, একটি চার্জ গুনতে হয়৷ অর্থাত্‍ আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করছেন, ওই নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কল করতে গেলে, পয়সা গুনতে হবে৷ আগে এই টার্জ ছিল ১৪ পয়সা প্রতি মিনিট৷ সম্প্রতি টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই তা কমিয়ে ৬ পয়সা করেছে৷ চলতি মাসের শেষ থেকেই IUC নামক নিয়মটি অতীত হওয়ার কথা ছিল৷ সেরকমই কথা দিয়েছিল ট্রাই৷ একবার নয়, একাধিক বার৷ কিন্তু আদতে তা হল না৷ গ্রাহককে এ বার প্রতি মিনিটে ৬ পয়সা গুনতেই হবে৷
advertisement
advertisement
২০২০ সালের জানুয়ারি থেকে IUC চার্জ তুলে দেওয়ার কথা এর আগে বলেছিল ট্রাই ৷ কিন্তু বর্তমানে এই সময়সীমা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে খবর ৷ রিলায়েন্স জিও-এর দাবি, এই চার্জ গ্রাহকদের স্বার্থ বিরোধী ৷ ভারতীয় নাগরিকদের সিংহভাগের কথা ভেবেই এই চার্জ অবিলম্বে অবসান করা উচিত ৷ জিও-এর আশঙ্কা, ট্রাইয়ের এই IUC চার্জ নীতি নতুন বিনিয়োগের ক্ষেত্রে বাধা তৈরি করবে ৷ ফলে ব্যবসায় "chilling effect" তৈরি হবে ৷ গোটা বিশ্ব যখন 5জি-এর দিকে এগিয়ে যাচ্ছে, তখনও ভারতের কয়েক মিলিয়ন মানুষ এই IUC চার্জের কারণে 2জি ব্যবহার করতে বাধ্য হবেন ৷ ফ্রি ইন্টারনেট, ফ্রি কলিং স্বপ্নই রয়ে যাবে ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
IUC প্রধানমন্ত্রীর ডিজিট্যাল ইন্ডিয়ার নীতিবিরুদ্ধ, গরিব বিরোধী, ট্রাইকে তোপ jio-এর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement