corona virus btn
corona virus btn
Loading

'ডিজিটাল ভারত' যদি স্রেফ স্লোগান না-হয়, তা-হলে IUC বন্ধ করতেই হবে ট্রাই ও কেন্দ্রকে

'ডিজিটাল ভারত' যদি স্রেফ স্লোগান না-হয়, তা-হলে IUC বন্ধ করতেই হবে ট্রাই ও কেন্দ্রকে
ছবিটি প্রতীকী

IUC কী? এটি হল ট্রাই-এর একটি নিয়ম৷ মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে অন্য নেটওয়ার্কে কল টার্মিনেট করতে হলে, একটি চার্জ গুনতে হয়৷ অর্থাত্‍ আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করছেন, ওই নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কল করতে গেলে, পয়সা গুনতে হবে৷

  • Share this:

#নয়াদিল্লি: একটি ঐতিহাসিক ভুলকে প্রশ্রয় দেওয়া কি ঠিক? প্রশ্নটা উঠছে যখন ভারতে 'ডিজিটাল ইন্ডিয়া' ক্যাম্পেন স্রেফ একটি স্লোগান নয়৷ আক্ষরিক অর্থেই ডিজিটাল ইন্ডিয়া-র স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে, অবিলম্বে বস্তাপচা IUC (ইন্টারকানেক্টেড ইউসেজ চার্জ)-কে বন্ধ করতে হবে ট্রাই-কে৷ টেলিকম পরিষেবা মানুষের কাছে সহজলভ্য না-হলে ডিজিটাল ইন্ডিয়া একটি স্লোগানই থেকে যাবে বলেই মত বিশেষজ্ঞমহলের৷

IUC কী? এটি হল ট্রাই-এর একটি নিয়ম৷ মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে অন্য নেটওয়ার্কে কল টার্মিনেট করতে হলে, একটি চার্জ গুনতে হয়৷ অর্থাত্‍ আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করছেন, ওই নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কল করতে গেলে, পয়সা গুনতে হবে৷ আগে এই টার্জ ছিল ১৪ পয়সা প্রতি মিনিট৷ সম্প্রতি টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই তা কমিয়ে ৬ পয়সা করেছে৷ চলতি মাসের শেষ থেকেই IUC নামক নিয়মটি অতীত হওয়ার কথা ছিল৷ সেরকমই কথা দিয়েছিল ট্রাই৷ একবার নয়, একাধিক বার৷ কিন্তু আদতে তা হল না৷ গ্রাহককে এ বার প্রতি মিনিটে ৬ পয়সা গুনতেই হবে৷

তবে এটা তাত্‍ক্ষণিক সময়ের জন্য৷ রিয়ালেন্স জিও ব্যবহার করছে ভয়েস ওভার LTE প্রযুক্তি৷ অর্থাত্‍ যতটা সম্ভব কম দামে মানুষকে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়া৷ ২জি ও ৩জি প্রযুক্তিতে সবচেয়ে বেশি গ্রাহক ছিল এয়ারটেল, ভোডাফোন-আইডিয়ার৷ এই দুই সংস্থা ভয়েস কলে একগুচ্ছ চার্জ নেয় গ্রাহকদের থেকে, জিও-র জন্য ইনকামিং কলে ভর্তুকি পাচ্ছে৷ মনে রাখতে হবে, স্মার্টফোনের বিক্রি বাড়ার পিছনে জিও-র ভূমিকা বিরাট৷

স্বাধীন সংস্থা হিসেবে ট্রাই প্রতিশ্রুতি দিয়েছিল, ২০১৯-এর ডিসেম্বর থেকে IUC চার্জ তুলে দেবে৷ ২০১৭-র ডিসেম্বরে IUC ১৪ পয়সা থেকে কমিয়ে প্রতি মিনিটে ৬ পয়সা করে দেয়৷ ভারত এ বার 5G প্রযুক্তি আনার অপেক্ষায়৷ এই প্রযুক্তিতে প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট স্পিডে ইন্টারনেট পাবেন গ্রাহকরা৷ এ হেন আবহে IUC-কে গুডবাই করাই বুদ্ধিমানের৷ না হলে ডিজিটাল ভারত স্লোগানই থেকে যাবে৷

আরও ভিডিও: টিভি সম্প্রচারে নয়া দিগন্ত, চালু হচ্ছে জিও ফাইবার সার্ভিস

First published: October 10, 2019, 9:34 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर