৩৯৯৯ টাকার এই ফোন অন্যের হাতে থাকলেও কন্ট্রোল থাকবে নিজের হাতে, ফিচার জানলে চমকে উঠবেন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Phone under 4000 Rupees: কেউ কি কখনও এমন কোনও ফোন দেখেছেন যেটিতে ১, ২, ৩ বা a, b, c এর মতো কোনও ডায়ালপ্যাড নেই?
Phone under 4000 Rupees: বাজারে একাধিক ফোন লঞ্চ হয়ে চলেছে। কিন্তু কেউ কি কখনও এমন কোনও ফোন দেখেছেন যেটিতে ১, ২, ৩ বা a, b, c এর মতো কোনও ডায়ালপ্যাড নেই? বাজারে এমন একটি ফোন এসেছে যাতে ফোনে ডায়ালপ্যাড নেই, শুধুমাত্র একটি টাচস্ক্রিন পাওয়া যায়। আসলে এখানে একটি অনন্য ফিচার যুক্ত ফোনের কথা বলা হচ্ছে। এমন একটি ফিচার ফোন যাতে এমন অনেক প্রয়োজনীয় ফিচার পাওয়া যায়, যা অন্য কোনও ফোনে কমই রয়েছে।
ইজিফোন নামের একটি কোম্পানি একটি বিশেষ ফোন তৈরি করে করেছে, যার নাম ‘Easyfone Star’। সংস্থাটি জানিয়েছে যে, এটি বিশেষভাবে বৃদ্ধদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। যদিও এটি শিশুদেরও দেওয়া যেতে পারে।
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
সুবিধার কথা বললে, বৃদ্ধরা বা শিশুরা এই ফোনে নির্বাচিত ব্যক্তিদের কল করতে পারবে। পাশাপাশি তারা শুধুমাত্র নির্বাচিত ব্যক্তিদের কাছ থেকে কল গ্রহণ করতে পারবে। এসওএস বাটন এবং জিপিএস ট্র্যাকিংও এতে ব্যবহার করা যাবে। ট্যাম্পার প্রুফ সেটিং এবং ডক চার্জিং প্রযুক্তি এই ফোনে পাওয়া যাচ্ছে।
advertisement
advertisement
এই ফোনে ৪টি ফটো ডায়াল প্যাড রয়েছে, যাতে ট্যাপ করে সরাসরি ব্যক্তিকে কল করা যায়। এই ফোনে অবাঞ্ছিত কল ব্লক করার সুবিধাও রয়েছে, যাতে শুধুমাত্র বিশ্বস্ত লোকেরাই কল করতে পারে। কোম্পানির দাবি যে, প্রয়োজনে এই ফোনের সাহায্যে ইউজাররা নিজেদের সন্তান বা বৃদ্ধ বাবা-মাকে যে কোনও জায়গা থেকে এবং যে কোনও সময়ে ট্র্যাক করতে পারবে।
advertisement
আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
এসওএস বাটন জরুরি অবস্থায় কাজে আসে –
এই ফোনের ইউজাররা, এতে উপস্থিত SOS হেল্প বাটন অ্যাকসেস করতে পারবে। এই বাটন ফোনের পিছনে পাওয়া যায়। এটি একবার ক্লিক করে ৫ জন পর্যন্ত জরুরি পরিচিতিকে কল করা সম্ভব এবং নিজেদের অবস্থান শেয়ার করা সম্ভব।
advertisement
এই ফোনের বিশেষ বিষয় হল এতে Auto Call Answer ফিচার পাওয়া যায়। যার কারণে ইউজারদের কোনও কল মিস করা প্রায় অসম্ভব।
এই ফোনে Discreet Listening ফিচার পাওয়া যায়, যার সাহায্যে ইউজাররা ফোনের চারপাশে ঘটছে এমন ঘটনা শুনতে পারবে। এছাড়াও, এটি CareTouch App-এর সঙ্গেও সংযুক্ত করা যেতে পারে, যার মাধ্যমে ফোন নিয়ন্ত্রণ করা যায়। এটি Easyfone-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। কোম্পানি এর দাম ৩৯৯৯ টাকা রেখেছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 20, 2023 12:48 PM IST









