বাজারে এল Lenovo-র সস্তার স্মার্টওয়াচ ! কম দামে দুর্দান্ত ফিচার্স

Last Updated:
ভারতীয়দের জন্য Lenovo লঞ্চ করল নতুন ওয়ারেবেল ডিভাইস, যা দেখতে অনেকটাই ডিজিটাল ঘড়ির মতন। Lenovo Ego ফিটনেস ট্র্যাকারে রয়েছে হার্ট রেট ট্র্যাকিং, স্টেপ ট্র্যাকিং, স্লিপ মনিটারিং ও একটিভিটি ট্র্যাকার - এর মতো ফিচার। Lenovo Ego –র দাম 1,999 টাকা। অনলাইনে Flipkart ও অফলাইনে Croma স্টোর থেকে পাওয়া যাবে এই ফিটনেস ডিভাইস। Flipkart থেকে এই স্মার্ট ওয়াচ কিনলে Axis Bank Buzz ক্রেডিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত 5 শতাংশ ছাড় পাবেন।
Lenovo Ego তে রয়েছে একটি 1.6 ইঞ্চি অ্যান্টি রিফ্লেকতিব মোনোক্রোম ডিসপ্লে আর রয়েছে একটি লাইট বাটন যাতে আপনি অন্ধকারে আপনি দেখতে পান। ঘড়িটির ওজন 42 গ্রাম, সাথে থাকছে রাবার স্ত্রাপ। Android ও iOS ডিভাইসের সাথে কাজ করবে এই ঘড়ি Lenovo Life অ্যাপের মাধ্যমে।
কোম্পানির দাবি যে একবার চার্জে 20 দিন ব্যাটারি ব্যাক আপ দেবে এই ঘড়ি আর 50 মিটার পর্যন্ত ওয়াটার রেসিস্ট্যান্টও। ফিটনেস ট্র্যাকিং ছাড়া এই ঘড়িতে কল, মেসেজ, ইমেল ও সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন পাওয়া যাবে। এছাড়াও মোবাইল ফোনে ছবি তোলার সময় এই ডিভাইসকে রিমোট ক্যামেরা হিসাবে ব্যবহার করা যাবে। Lenovo Ego ডিসপ্লের উপরে ট্যাপ করলে স্মার্টফোন ক্যামেরা ছবি তোলা যাবে।
advertisement
advertisement
এতে রয়েছে 24/7 হার্ট রেট সেন্সার যাতে রিয়াল টাইমে সঠিক হার্ট রেট জানতে পারেন আপনি। এতে আরও রয়েছে স্টেপ ট্র্যাকিং যার সাহায্যে আপনি ওয়ার্কআউট আর ঘুমানোর সিডিউল সেট করতে পারবেন। এছাড়াও আপনি যদি সাঁতার কাটেন, তা হলে এর সাহায্যে আপনি জেনে নিতে পারবেন আপনি কতো লাপ্স করেছেন সেটার জানাবে এই ঘড়ি।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাজারে এল Lenovo-র সস্তার স্মার্টওয়াচ ! কম দামে দুর্দান্ত ফিচার্স
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement