Reliance Jio 1 Rupee Plan: এক টাকায় রিচার্জ প্ল্যান আনল জিও! আজ পর্যন্ত কেউ দিতে পারেনি

Last Updated:

Jio Rs.1 Recharge Plan: এক টাকায় প্রিপেড রিচার্জ! অবাক লাগলেও সত্যি এমন রিচার্জ চালু করল জিও।

#মুম্বই: মূল্যবৃদ্ধির এই বাজারে এক টাকার কী দাম আছে! আরে বাবা আছে, আছে। এখনও এক টাকায় রিচার্জ প্ল্যান পেতে পারেন। হেঁয়ালি নয় একেবারেই। একদম সত্যি। রিলায়েন্স জিও এবার তাদের সবচেয়ে সস্তা প্রিপেড রিচার্জ প্ল্যান চালু করেছে। এই প্ল্যানটি মাত্র Rs.1- এ পাবেন গ্রাহকরা। এই প্ল্যানটি My Jio অ্যাপে তালিকাভুক্ত করা হয়েছে। কম ডেটা ব্যবহার করেন, এমন গ্রাহকদের জন্য Jio এই প্ল্যানটি চালু করেছে। এক টাকায় প্রিপেড রিচার্জ প্ল্যান। আজ পর্যন্ত যা অন্য কোনও টেলিকম সংস্থা দিতে পারেনি।
আরও পড়ুন- থার্ড পার্টি অ্যাপ নিয়ে বিব্রত? ইউজার প্রাইভেসির স্বার্থে ব্লক করবে WhatsApp-ই
Jio এর এক টাকার প্ল্যানে ৩০ দিনের বৈধতা পাওয়া যাবে। 100 MB উচ্চ গতির ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে 100 MB ডেটা সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি 60 kbps-এ নেমে আসবে। এই প্ল্যানে কলিং এবং মেসেজিং সুবিধা দেওয়া নেই। অর্থাৎ এই প্ল্যানের মাধ্যমে আপনি আপনার সিম সক্রিয় রাখতে পারবেন। যারা শুধু নিজেদের সিম সক্রিয় রাখতে চান, তাঁদের জন্য এই প্ল্যান খুবই কার্যকর হতে চলেছে। এটি Jio-এর এখনও পর্যন্ত সবচেয়ে সস্তা প্ল্যান। 1 টাকার রিচার্জ প্ল্যান এখনও Vodafone-Idea, Airtel বা BSNL, MTNL-এর মতো অন্য কোনও সংস্থার নেই৷
advertisement
advertisement
Jio-এর 119 টাকার প্রিপেড প্ল্যান-
Reliance Jio-এর 119 টাকার প্ল্যানের বৈধতা ১৪ দিন। এই প্ল্যানও গ্রাহকদের জন্য বেশ লাভদায়ক। এছাড়া 209 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5GB করে ডেটা পাওয়া যায়। এর সঙ্গে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধাও পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে প্রতিদিন ৩০০টি SMS পাওয়া যাবে। Jio অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাওয়া যায়। এর মধ্যে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো Jio অ্যাপগুলি রয়েছে। অর্থাত্ রিচার্জের টাকা দিয়ে মনোরঞ্জনের সুযোগও পাওয়া যাবে বিনামূল্যে। প্ল্যান বেনিফিটস অনুযায়ী যা কিনা সত্যিই সস্তা।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Reliance Jio 1 Rupee Plan: এক টাকায় রিচার্জ প্ল্যান আনল জিও! আজ পর্যন্ত কেউ দিতে পারেনি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement