এবার এসবিআইয়ের সঙ্গে হাত মেলাল রিলায়েন্স জিও, আধুনিক সুবিধা পাবেন গ্রাহকরা
Last Updated:
SBI YONO to integrate with Reliance MYJio Platform. Jio Prime to accelerate digital transactions by SBI customers. Jio to Offer special connectivity and devices solutions for SBI customers.
#মুম্বই: দেশের টেলিকম দুনিয়ায় অনেক আগেই বিপ্লব এনেছে রিলায়েন্স ৷ জিও ঝড়ে বাকী টেলিকম সংস্থাগুলি প্রায় উড়ে যাওয়ার জোগাড় ৷ এবার পেমেন্টস ব্যাঙ্কেও নিজেদের উপস্থিতি আরও জোরদার করতে বাজারে নেমে পড়েছে জিও ৷ পেমেন্টস ব্যাঙ্ক বেশ কিছুদিন আগে দেশে চালু করেছে রিলায়েন্স জিও ৷ এবার বৃহস্পতিবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র সঙ্গে নতুন একটি মউ সাক্ষর করল জিও ৷ যার মাধ্যমে MyJio এবং এসবিআইয়ের YONO অ্যাপ্লিকেশনের ব্যবহার আরও শক্তিশালী হবে ৷ মাইজিও প্ল্যাটফর্মকে যেমন ব্যবহার করবে YONO ৷ তেমনি এসবিআইয়ের গ্রাহকদের বিশেষ কানেক্টিভিটি এবং ডিভাইস সলিউশনের সুবিধা দেবে জিও ৷
এসবিআই এবং জিও, দুই সংস্থার এই ডিজিটাল পার্টনারশিপ এসবিআইকে তাদের ডিজিটাল গ্রাহকদের সংখ্যা যেমন আরও বাড়াতে সাহায্য করবে তেমনি জিও তাদের পেমেন্টস ব্যাঙ্কের ব্যবসার ভিতও মজবুত করতে সফল হবে ৷
বৃহস্পতিবার এই মউ সাক্ষরের জন্য এসবিআইয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (স্ট্র্যাটেজি) এবং চিফ ডিজিটাল অফিসার মৃত্যুঞ্জয় মহাপাত্র এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (CFO) অলোক আগরওয়াল ৷ ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিও ৷ দুই সংস্থার এই মউ সাক্ষর শুধুমাত্র পেমেন্টস ব্যাঙ্কের জন্যই নয়, আরও অনেক বড় মাপের ডিজিটাল পার্টনারশিপ ৷ যাতে লাভবান হবেন এসবিআই, জিও এবং জিও পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা ৷ এই মউ সাক্ষরের ফলে দুই সংস্থারই ডিজিটাল লেনেদেনের পরিকাঠামো আরও অনেক উন্নতি ঘটবে বলেই মনে করা হচ্ছে ৷ জিও-র ‘ডেটাগিরি’ এবং দেশের ব্যাঙ্কিংয়ে এসবিআইয়ের ‘দাদাগিরি’ ডিজিটাল ব্যাঙ্কিংয়ে নতুন দিশা খুলে দিতে চলেছে ৷
advertisement
advertisement
![Mrutyunjay Mahapatra [Deputy Managing Director (Strategy) & Chief Digital Officer, SBI] and Alok Agarwal [Chief Financial Officer (CFO), RIL] exchanging the signed MoU to deepen digital partnership, in the presence of Rajnish Kumar [Chairman, SBI] and Mukesh D. Ambani [Chairman & Managing Director, RIL] in Mumbai.](https://static.bengali.news18.com/static-bengali/2018/08/Jio-SBI-Mou-signed1-630x420.jpg)
advertisement
পেমেন্টস ব্যাঙ্ক হল নতুন মডেলের ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে এই ব্যাঙ্কে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন গ্রাহকরা। এই ব্যাঙ্ক কোনও ঋণ দিতে পারে না বা কোনও ক্রেডিট কার্ডও দিতে পারে না। তবে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট খোলা যায়। পাওয়া যায় এটিএম কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধাও। পাশাপাশি মিউচুয়াল ফান্ড বা বিমা কেনাও সম্ভব।
Location :
First Published :
August 02, 2018 7:17 PM IST