মেট্রো শহর নয়, ভারতের এই শহরেই 4G স্পিড সবচেয়ে বেশি

Last Updated:
#লন্ডন: আপনি কি মাঝে মাঝেই ফোনের লো কানেকটিভিটির চোটে জেরবার হয়ে পড়েন? লন্ডনের নেটওয়ার্ক অ্যানালিটিকস সংস্থা ওপেনসিগন্যাল-এর রিপোর্ট অনুযায়ী ভারতের যে ৫০টি শহরে 4G নেটওয়ার্কের গতি শতাংশের বেশি তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে ধানবাদ৷
ধানবাদে 4G স্পিড ৯৫.৩ শতাংশ৷ দ্বিতীয় স্থানে রয়েছে রাঁচি৷ ধানবাদ ছাড়া একমাত্র রাঁচিতেই 4G স্পিড ৯৫ শতাংশের বেশি৷ তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে শ্রীনগর(৯৪.৯ শতাংশ), রায়পুর(৯৪.৮ শতাংশ) ও পটনা(৯৪.৫ শতাংশ)৷
এই বিষয়ে ছোট শহরগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহরগুলো৷ হায়দরাবাদ(৯০.৫ শতাংশ), আহমেদাবাদ(৯২.৭ শতাংশ) ও বেঙ্গালুরুতে(৯২.৩ শতাংশ) অবস্থা কিছুটা ভাল হলেও কোনও মতে ৯০ শতাংশের কোঠা পেরোতে পেরেছে দিল্লি ও মুম্বই৷
advertisement
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
মেট্রো শহর নয়, ভারতের এই শহরেই 4G স্পিড সবচেয়ে বেশি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement