সবচেয়ে সস্তায় ৭০ জিবি ডেটা দেবে এই সংস্থা !

Last Updated:

জিও-র ধন ধনা ধন অফারকে টক্কর দিতে প্রি পেড গ্রাহকদের জন্য দুটি নতুন অফার নিয়ে এসেছে আইডিয়া ৷ একটি ২৯৭ ও অন্যটি ৪৪৭ টাকার অফার ৷

#নয়াদিল্লি: জিও-র ‘ডেটাগিরি’র সঙ্গে তাল মেলাতে এবার আকর্ষণীয় নতুন ডেটা প্ল্যান নিয়ে আইডিয়া ৷ টেলিকম ব্যবসায় ফ্রি ডেটা ও ফ্রি কলের অফার দিয়ে বিপ্লব এনেছিল রিলায়েন্স জিও ৷ গ্রাহক টানতে জিও-এর সঙ্গে প্রতিযোগিতায় একের পর এক আকর্ষণীয় অফার লঞ্চ করেছে বিভিন্ন টেলিকম সংস্থা ৷ এবার সেই পথেই হাঁটল আইডিয়া ৷
জিও-র ধন ধনা ধন অফারকে টক্কর দিতে প্রি পেড গ্রাহকদের জন্য দুটি নতুন অফার নিয়ে এসেছে আইডিয়া ৷ একটি ২৯৭ ও অন্যটি ৪৪৭ টাকার অফার ৷
২৯৭ টাকার অফারে আইডিয়া থেকে আইডিয়াতে লোকাল ও STD ভয়েস কল করা যাবে বিনামূল্যে ৷ দিনে ৩০০ মিনিট পর্যন্ত আইডিয়া নেটওয়ার্কে বিনামূল্যে করবে ৷ অথার্ৎ সপ্তাহে ১২০০ মিনিট ৷ সঙ্গে মিলবে প্রতিদিন ১ জিবি করে ৪জি ডেটা ৷ যার বৈধতা থাকবে ৭০ দিন।
advertisement
advertisement
৪৪৭ টাকার প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে ফোন করা যাবে বিনামূল্যে ৷ তবে ৭০ দিনে কেবল ৩০০০ মিনিটের জন্য তা পাওয়া যাবে ৷  এরপর প্রত্যেক মিনিটের জন্য ৩০ পয়সা চার্জ করা হবে ৷  সঙ্গে ৭০ দিনের জন্য ৪জি ১ জিবি ডেটা মিলবে প্রত্যেকদিন ৷ তহবে কবেল ৪জি হ্যান্ডসেট ও সিম ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন ৷
advertisement
শুধু আইডিয়া নয় জিও-র ধন ধনা ধন অফারকে টেক্কা দিতে এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল সকলেই নতুন ডেটা প্ল্যান নিয়ে এসেছে ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সবচেয়ে সস্তায় ৭০ জিবি ডেটা দেবে এই সংস্থা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement