Google-এর চাকরি খুঁজতেন Google-এই! ২০ বছর পর অজানা কথা সুন্দরের মুখে
- Published by:Suman Majumder
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Sundar Pichai: Google-এর চাকরি খুঁজতেন গুগল-এই!
কলকাতা: বছর ২০ আগে Google-এর সার্চ ইঞ্জিনেই চাকরি খুঁজেছিলেন তিনি। পরের বছর পেয়েও গিয়েছিলেন। আরও ১১ বছর পর সেই চাকরিই তাঁকে করেছে পৃথিবী বিখ্যাত। এমন স্মৃতিচারণা করে প্রযুক্তির অগ্রগতির প্রতি আস্থা রাখলেন সুন্দর পিচাই।
Google-এর ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি আবেগপ্রবণ ব্লগ পোস্ট করেন টেক জায়ান্টের সিইও সুন্দর পিচাই। মঙ্গলবার তিনি লেখেন, ২০০৩ সালে Google-এ ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য সহায়তা খুঁজেছিলেন Google Search-এই।
সেই সময় তিনি নিয়মিত Google ব্যবহার করতেন। পিচাই লিখেছেন, ‘যে পণ্যটি ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন তৈরি করেছিলেন, Google Search, তা সারা বিশ্বের কোটি কোটি মানুষকে তাদের প্রশ্নের উত্তর পেতে সাহায্য করেছে।’
advertisement
advertisement
আরও পড়ুন- ইলেকট্রিক বিল কম আসবেই, শুধু মেনে চলতে হবে এই পাঁচ টোটকা! খুবই সহজ কাজ
ঠিক যেমন সকলে Google-এর কাছে সব কিছু জানতে চান, তিনিও জানতে চেয়েছিলেন ‘কীভাবে Google-এ ইন্টারভিউ দেওয়া যায়?’ সেটা ২০০৩ সাল। পরের বছর, ২০০৪ সালে সুন্দর পিচাই Google-এ যোগ দেন। তারপর ২০১৫ সালে ওই সংস্থারই সিইও হন।
advertisement
তারও অনেক আগে তৈরি হয়েছিল Google-এর ভিত। ১৯৯৬ সালের মার্চ মাসে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে গবেষণা করছিলেন ছাত্র হিসেবে।
তখন তাঁদের গবেষণা প্রকল্প হিসেবে জন্ম নিয়েছিল Google। তার দু’বছর পর ১৯৯৮ সালে সংস্থাটি আনুষ্ঠানিক ভাবে চালু করেন পেজ ও ব্রিন। প্রাথমিক ভাবে Google Search-ই ছিল।
২০০৩ সালে ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অফিস খোলা হয়। তার আগে বহু বার ঠাঁই-নাড়া হতে হয়েছে বিশ্বের দাপুটে প্রযুক্তি সংস্থাটিকে।
advertisement
এদিনের ব্লগ পোস্টে পিচাই উল্লেখ করেছেন Google এখন প্রায় ১৫টি পণ্য নিয়ে কাজ করে। প্রায় ৫ কোটি মানুষকে পরিষেবা দেওয়া হয়। ৬টি পণ্যের ক্ষেত্রে প্রতিটিতে ব্যবহারকারীর সংখ্যা ২ বিলিয়ন।
কিন্তু এর মূল ভিত্তি প্রোথিত রয়েছে Google Search-এ। ভবিষ্যতের জন্য প্রভূত সম্ভাবনা জমানো রয়েছে বলে মনে করে পিচাই।
গত ২৫ বছরে কীভাবে এগিয়েছে প্রযুক্তি, তাও লিখেছেন তিনি। তিনি বলেন, ‘কয়েক বছর আগে, যখন আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতাম আর আমার বাবা থাকতেন ভারতে।
advertisement
বাবা যখন প্রথম ইমেল আইডি পেয়েছিলেন তখন আমি খুব দ্রুত (এবং সস্তা) যোগাযোগের উপায় পেয়ে উচ্ছ্বসিত হয়েছিলাম, বাবাকে মেসেজ পাঠিয়েছিলাম।’ যদিও উত্তর পেতে তাঁর পুরো দু’দিন লেগে গিয়েছিল বলে জানিয়েছেন পিচাই।
তবে পিচাই আশা করেন কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের আগামী বছরগুলিতে আরও বৃহৎ পরিসরে আরও গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে। তিনি জানিয়েছেন, উত্তর দেওয়ার জন্য Search আরও প্রযুক্তিগত অগ্রগতি করবে আগামী ২৫ বছরে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2023 4:30 PM IST