Google খুললেই বিশ্বকাপ, Doodle-এ রইল ওয়ার্ল্ডকাপের সব তথ্য
Last Updated:
আজ, বৃহস্পতিবার শুরু হচ্ছে বাইশ গজের শ্রেষ্ঠ কার্নিভাল ক্রিকেট বিশ্বকাপ। সেই উপলক্ষে আজ গুগলেও ক্রিকেট। অ্যানিমেটেড গুগলে দেখা যাচ্ছে একজন বোলার ছুটে এসে বল করছেন আর ব্যাটসম্যানের হিটের পরেই ফিল্ডার ক্যাচ নিচ্ছেন।
এই ডুডলে ক্লিক করলেই বিশ্বকাপের সমস্ত খুঁটিনাটি পেয়ে যাওয়া যাবে। দেড় মাসেরও বেশি সময় ধরে বাইশ গজ মাতবে ক্রিকেট মহোৎসবে। ঐতিহাসিক ওভালে উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি হচ্ছে আয়োজক দেশ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। গতকাল বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের অধিনায়ক লন্ডনের বাকিংহ্যাম প্যালেসে গিয়ে রানি এলিজাবেথ এবং প্রিন্স হ্যারির সঙ্গে দেখা করে এসেছেন।
advertisement
বিশ্বকাপে ১০ দলের মধ্যে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন ফর্ম্যাটেই এবার খেলা। প্রথম চার দল পৌঁছে যাবে সেমিফাইনালে।ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আগামী ৫ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
advertisement
Location :
First Published :
May 30, 2019 1:43 PM IST