General Knowledge: ক্যালকুলেটরে GT, MU এবং MRC বোতামের কাজ কী? জানেন না ৯০ শতাংশ মানুষই
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
General Knowledge: একটি সাধারণ ক্যালকুলেটরে GT, M-, M+ এবং MRC-এর মতো বোতামও থাকে। বেশির ভাগ ব্যবহারকারীই এগুলি সম্পর্কে জানেন না।
কত বছর ধরে মানুষ বেসিক ক্যালকুলেটর ব্যবহার করছে। কিন্তু বেশিরভাগ মানুষই ক্যালকুলেটরে থাকা সমস্ত বোতাম সম্পর্কে সচেতন নয়। যেসমস্ত বোতামের মানে বা কাজ আমরা অনেকেই জানি না তার মধ্যে রয়েছে GT, MU এবং MRC এর মতো বোতাম।
ক্যালকুলেটরে সাধারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা শতাংশের হিসেবই সব থেকে বেশি করা হয়। একটি সাধারণ ক্যালকুলেটরে GT, M-, M+ এবং MRC-এর মতো বোতামও থাকে। বেশির ভাগ ব্যবহারকারীই এগুলি সম্পর্কে জানেন না।
কোন বোতামের কী অর্থ, কাজই বা কেমন দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
advertisement
GT—
GT–এর অর্থ হল গ্র্যান্ড টোটাল। এটি দু’টি গুণফলের যোগফল একবারে বের করে দিতে পারে। ধরা যাক কেউ মোট ৫×৩ এবং ৭×৫–এর যোগফল গণনা করতে চান। তাহলে ক্যালকুলেটরে শুধু ৫×৩ লিখতে হবে। তারপর = চিহ্ন চেপে ৭×৫ লিখে = চাপতে হবে। তারপর GT চাপলেই পাওয়া যাবে মোট সংখ্যা, সঠিক উত্তর ৫০।
advertisement
MU—
MU-এর অর্থ হল মার্ক-আপ। এটি কস্ট প্রফিট ডিসকাউন্ট গণনা করতে ব্যবহৃত হয়। ধরা যাক যদি কেউ ৯০০ টাকায় কোনও পণ্য কিনে থাকেন এবং তিনি এতে ১০০ টাকা লাভ করতে চান। এদিকে আবার তিনি গ্রাহককে ২০ শতাংশ ছাড় দিতেও চান। এই অবস্থার হিসেব করতে গেলে MU ব্যবহার করা হয়।
advertisement
আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
অর্থাৎ, যদি কেউ ৯০০ টাকার পণ্য কিনে তার উপর ১০০ টাকা লাভ করতে চান, তাহলে পণ্যটির বিক্রয় মূল্য দাঁড়াল ১০০০ টাকা। কিন্তু এরপর বিক্রেতাকে ২০ শতাংশ ছাড় দিতে হবে। এজন্য, প্রথমে ক্যালকুলেটরে ১০০০ লিখতে হবে। তারপরে MU বোতাম টিপে ২০ লিখতে হবে, এরপর % বোতাম টিপতে হবে। ফলাফল আসবে ১২৫০। অর্থাৎ, গ্রাহককে বলতে হবে ওই পণ্যের দাম ১২৫০ টাকা। এর উপর বিক্রেতা ২০ শতাংশ ছাড় দিয়ে নিজের লাভ বজায় রাখবেন।
advertisement
M-, M+ এবং MRC—
এই বোতামগুলি + ও – অঙ্কের গণনার আউটপুট সরাতে ব্যবহার করা হয়। এখানে M- মানে মেমরি বিয়োগ, M+ মানে মেমরি প্লাস এবং MRC মানে মেমরি রি-কল।
ধরা যাক, একটি সমীকরণ যদি হয় +৫×৩ এবং এর আউটপুট ৯ হয়। তাই এটি ক্যালকুলেটরে পেতে প্রথমে ৫×৩ চাপতে হবে। তারপর সামনে + চিহ্নের কারণে, ব্যবহারকারীকে M+ বোতাম টিপতে হবে। এর পর ২×৩ চাপতে হবে। তারপর সামনে – সাইন করার কারণে M- বোতাম চাপতে হবে। এখন এই সমস্ত হিসাবের ফলাফলের জন্য, MRC বোতাম টিপতে হবে। তাহলে ফল হবে ৯।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 2:00 PM IST