ফ্লিপকার্টে শুরু হয়েছে বিগ সেভিংস ডে সেল, কীভাবে ছাড়ের পরেও টাকা বাঁচাবেন দেখে নিন খুঁটিনাটি
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
মোবাইল এবং ইলেকট্রনিক নানা জিনিস তো থাকবেই, তবে অন্য পণ্যেও ছাড় এবং স্টক কিছু কম লোভনীয় নয়।
জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে শুরু হয়েছে ধামাকা সেল। এই বছরের সবচেয়ে বড় সেল বর্তমানে জনপ্রিয় এই অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে চলছে। ফ্লিপকার্ট বিগ সেভিংস ডে নামের এই লাইভ সেলে, অনেক পণ্যে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এই বিগ সেভিংস ডে নামের সেলটি ৫ মে থেকে শুরু হয়েছে, যা আগামী ১০ মে পর্যন্ত চলবে। বিগ সেভিংস ডে নামের এই সেলে বিভিন্ন পণ্যের উপরে পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। মোবাইল এবং ইলেকট্রনিক নানা জিনিস তো থাকবেই, তবে অন্য পণ্যেও ছাড় এবং স্টক কিছু কম লোভনীয় নয়। এক নজরে দেখে নেওয়া যাক এই সেলের সমস্ত খুঁটিনাটি।
বর্তমানে, জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এই বিগ সেভিংস ডে নামের সেল চলছে। ৬ দিন ধরে চলা এই সেলে গ্রাহকদের দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের অফার। এই সেল চলাকালীন, গ্রাহকদের বিভিন্ন ধরনের অফার দেওয়া হচ্ছে, যেমন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং একাধিক পণ্য কিনলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়৷
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে এই বিগ সেভিংস ডে নামের সেলে গ্রাহকরা স্বাভাবিকের চেয়ে কম দামে প্রায় অনেক কিছুই ক্রয় করতে পারবেন। এই সময় মোবাইল, ল্যাপটপ, কুলার, ফ্যান, ইলেকট্রনিক্স সামগ্রী, জামাকাপড়, গৃহস্থালি সামগ্রী, আসবাবপত্র ও গৃহসজ্জা, সাইকেল, খেলাধুলোর জিনিস ইত্যাদিতে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সুতরাং গ্রাহকরা ফ্লিপকার্টের এই বিগ সেভিং ডে সেলে নিজেদের পছন্দের জিনিস ক্রয় করতে পারবেন খুবই কম দামে।
advertisement
advertisement
এই সেলে কেনাকাটার জন্য অনেকগুলি অর্থপ্রদানের বিকল্প রয়েছে৷ এই সেলে গ্রাহকরা SBI-এর ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI লেনদেনের জন্য ১০ শতাংশ তাৎক্ষণিক ছাড় পেয়ে যাবেন।
ফ্লিপকার্টে এই সেল চলাকালীন, গ্রাহকরা ফ্লিপকার্ট পে ল্যাটারের মাধ্যমেও কেনাকাটা করতে পারবেন। মানে এই বিক্রয়ে কেনাকাটা করার জন্য অবিলম্বে অর্থ প্রদানের প্রয়োজন নেই। টাকা ছাড়াও কেনাকাটা করা যাবে।
advertisement
এছাড়াও, যদি গ্রাহকদের কাছে Flipkart Axis Bank ক্রেডিট কার্ড থাকে, তাহলে এই সেলের সময় কেনাকাটার উপর ৫% আনলিমিটেড ক্যাশব্যাকও পাওয়া যাবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 2:06 PM IST

