Flipkart-এ বিরাট সেল! Samsung-এর ফোন জলের দরে! মারকাটারি সুযোগ

Last Updated:

Flipkart big billion sale: সেলের আগে ফ্লিপকার্ট কিছু সেরা ডিল সামনে এনেছে। স্যামসাং-এর হ্যান্ডসেটে দুর্দান্ত ছাড়।

কলকাতা: ৮ অক্টোবর থেকে ফ্লিপকার্টে শুরু হচ্ছে ‘বিগ বিলিয়ন ডেজ সেল’। প্রতিযোগী সংস্থা অ্যামাজনও পিছিয়ে নেই। তারা নিয়ে আসছে ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল’।
এই দুই ই-কমার্স সংস্থার প্রতিযোগিতার চক্করে স্মার্টফোন-সহ বিভিন্ন পণ্যে লোভনীয় ডিল এবং অফার মিলবে বলে আশা করছেন অনেকেই। সেলের আগে ফ্লিপকার্ট কিছু সেরা ডিল সামনে এনেছে, স্যামসাং-এর হ্যান্ডসেটে এগুলো পাওয়া যাবে। অধিকাংশ ডিলে সেল ছাড়াও ব্যাঙ্ক অফার থাকছে। বাজেট স্মার্টফোন থেকে প্রিমিয়াম পর্যন্ত বিভিন্ন দামের ডিলের তালিকা এখানে রইল।
স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই, গ্যালাক্সি এস২২, গ্যালাক্সি এ২৩, এফ৫৪ এবং আরও অনেক: যে স্মার্টফোনগুলোতে সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে তার মধ্যে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই অন্যতম।
advertisement
advertisement
আরও পড়ুন- WhatsApp চ্যানেল নিয়ে বিরক্ত? দেখে নিন অ্যান্ড্রয়েড ও আইফোনে হাইড করার উপায়
২০২২ সালে ভারতের বাজারে আসে ইন-হাউস 5nm Exynos ২১০০ SoC এবং ২৫W সুপার-ফাস্ট তারযুক্ত ফাস্ট চার্জিং, ১৫W ওয়্যারলেস-সহ ৪৫০০mAh ব্যাটারির এই স্মার্টফোন। লঞ্চের সময় ২৫৬ জিবি-র ভ্যারিয়েন্টের দাম ছিল ৫৮,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট সেলে এটা পাওয়া যাবে ২৯,৯৯৯ টাকায়।
advertisement
স্যামসাং গ্যালাক্সি এস২২-এর দাম ৩৯,৯৯৯ টাকা। মাসিক ৩,৩৩৪ টাকার ইএমআই-তে এটা পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলির মধ্যে একটি, Samsung Galaxy S23 Ultra, বিগ বিলিয়নস ডে সেল-এ ডিসকাউন্ট মূল্যে পাওয়া যাবে। তবে কত দামে, সেটা এখনও জানায়নি ফ্লিপকার্ট।
এই ফোনে ৬.৮ ইঞ্চির Edge QHD+ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে, ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ SoC এবং ৪৫W তারযুক্ত এবং ১৫W দ্রুত চার্জিং সাপোর্ট-সহ একটি ৫,০০০ mAh ব্যাটারি রয়েছে৷
advertisement
সম্প্রতি লঞ্চ হওয়া Samsung Galaxy Z Fold 5 এবং Z Flip 5-ও ডিসকাউন্ট মূল্যে পাওয়া যাবে ফ্লিপকার্ট সেলে। কেনা যাবে কম দামে। সমস্ত ব্যাঙ্ক অফার এবং বিনিময় বিকল্প সহ এর দাম পড়বে যথাক্রমে ১,১৪,৯৯৯ টাকা এবং ৬২,৯৯৯ টাকা।
আরও পড়ুন- পুজোর আগে OnePlus 11R-এ অফার! Amazon-এ কততে পাবেন দুর্দান্ত এই ফোন? চমকে যাবেন
Fold 5 ৭.৬ ইঞ্চি QXGA+ডায়নামিক AMOLED 2X ইনফিনিটি ফ্লেক্স প্রাইমারি ডিসপ্লে সহ, ক্রিম, আইসি ব্লু এবং ফ্যান্টম ব্ল্যাক কালারওয়েতে উপলব্ধ।
advertisement
অন্য দিকে, ফ্লিপ 5, ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২এক্স ইনফিনিটি ফ্লেক্স অভ্যন্তরীণ স্ক্রিন এবং একটি ৩.৪ ইঞ্চি সুপার অ্যামোলেড ফোল্ডার আকৃতির বাইরের প্যানেল, ক্রিম, গ্রাফাইট, ল্যাভেন্ডার এবং মিন্ট রঙে পাওয়া যাচ্ছে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Flipkart-এ বিরাট সেল! Samsung-এর ফোন জলের দরে! মারকাটারি সুযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement