এবার ফেসবুকই খুঁজে দেবে আপনার পার্টনার, আসছে ডেটিং সার্ভিস

Last Updated:
#কলকাতা: এবার ফেসবুকই খুঁজে দেবে আপনার সঙ্গী বা সঙ্গীনিটিকে ৷ ফেসবুক হতে চলেছে আরও আকর্ষণীয় ৷ ফেসবুক দিতে চলেছে ডেটিং সার্ভিসও ৷
ফেসবুক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে সিঙ্গেলের সংখ্যা প্রচুর, প্রায় ২০ কোটি ৷ অর্থাৎ তাঁদের কোনও পার্টনারই নেই ৷ ফেসবুকে দাখিল করা তথ্য থেকে জানা গিয়েছে এমনটাই ৷ আর সেই কারণে ফেসবুক চাইছে সেই সব মানুষকে তাঁদের জীবনে কিছু সঙ্গী বা সঙ্গীনিকে এনে দিতে ৷ সেই কারণেই এই প্রচেষ্টা ৷
advertisement
সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠানটির বার্ষিক এফএইট ডেভেলপার কনফারেন্সে এই নতুন পরিষেবাটি চালু করার ঘোষণা করেছেন মার্ক জুকেরবার্গ । সেখানে তিনি বলেন, বলেন, ‘‘এই যুগল মেলানোর সেবা নিতে হলে ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করতে হবে এবং খুব তাড়াতাড়িই সেটা চালু হবে। সেখানে ব্যবহারকারীরা একে অন্যকে বার্তা পাঠাতে পারবেন।’
advertisement
জুকেরবার্গ আরও বলেন, ‘‘ফিচারটির মূল উদ্দেশ্য ফেসবুক সদস্যদের মধ্যে স্থায়ী সম্পর্ক তৈরি করা । নতুন এই ফিচারে বর্তমান বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের বাইরে রাখা হবে ।’’
advertisement
আর ফেসবুকের তরফে এই ঘোষণার পরেই অন্যান্য ডেটিং সাইটের শেয়ারের দাম ২২ শতাংশ কমে গিয়েছে ৷ হু হু করে কমছে অন্যান্য সাইটের জনপ্রিয়তা ৷
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার ফেসবুকই খুঁজে দেবে আপনার পার্টনার, আসছে ডেটিং সার্ভিস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement