অটোমেটিক ওয়েবক্যাম শাটার-সহ লঞ্চ হল Dell Latitude 9420, 9520

Last Updated:

জেনে নিন Dell Latitude 9420, 9520 ল্যাপটপেগুলির দাম ও কনফিগারেশন

Dell Latitude 9420, 9520: নতুন ল্যাপটপ নিয়ে এবার হাজির হল Dell। জনপ্রিয় ইলেকট্রনিক্স কোম্পানিটি Latitude 9420 আর 9520 ল্যাপটপ লঞ্চ করেছে। এটি একটি প্রিমিয়াম রেঞ্জের ল্যাপটপ। Latitude এই ল্যাপটপগুলির বিশেষ আকর্ষণ ইন্টেলের নতুন 11th gen vPro চিপ আর অটোমেটেড ওয়েবক্যাম শাটার। ল্যাপটপগুলির সেল শুরু হবে এই বছর মার্চ-এপ্রিলে।
Dell Latitude 9420-এর দাম শুরু হচ্ছে ১,৯৪৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১,৪২,৭০০ টাকা) থেকে। Latitude 9520-এর দাম এখনও ঘোষণা করে নি কোম্পানি। এখই সঙ্গে ডেল লঞ্চ করেছে Latitude 7520 আর Latitude 5420 ল্যাপটপও। এর মধ্যে Latitude 7520-র দাম শুরু হচ্ছে ১,৬৪৯ ডলার ( ভারতীয় মুদ্রায় প্রায় ১,২০,৭০০ টাকা) থেকে আর Latitude 5420 ল্যাপটপের দাম শুরু হচ্ছে ১,০৪৯ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৬,৮০০ টাকা) থেকে। এই ল্যাপটপ দুটির বিক্রি শুরু হবে ১২ জানুয়ারীর থেকে।
advertisement
ডেল ৯৪২০ প্রথম ল্যাপটপ যাতে কোম্পানির সেফ শাটার ব্যবহার করা হয়েছে। সেফ শাটার টেকনোলজির সাহায্যে ল্যাপটপের ওয়েবক্যাম অটোমেটিক খলে আর বন্ধ হয় ক্যামেরার দরকার ও ব্যবহারের উপর। এই ফিচারটি সব থেকে বেশি কাজে আসে যখন কেও দিনে অনেক কোটি ভিডিও মিটিং করে থাকেন।
advertisement
ডেল Latitude 9420 ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চির কিউএইচডি প্লাস টাচস্ক্রিন ডিসপ্লে ২-ইন-১ ফর্মে। ল্যাপটপটির ভিতরে রয়েছে ইন্টেলের নতুন 11th gen Core i7 প্রসেসর, সঙ্গে ৩২জিবি র‍্যাম আর ১টিবি এসএসডি স্টোরেজ। পাওয়ারের জন্য এতে থাকছে ৬৫ ওয়াট চারজিং সাপোর্ট-সহ 60Wh ব্যাটারি। অনান্য ফিচার্সের মধ্যে এতে রয়েছে ওয়াইফাই ৬ই সাপোর্ট আর ৫জি এলটিই কানেকশন অপশন।
advertisement
এই বছরের মারচ-এপ্রিলের দিকে পাওয়া যাবে Dell 9520। এই ল্যাপটপটির কনফিগারেশন ও ফিচার্স 9420-র মতোই। শুধুমাত্র এর স্ক্রিনের সাইজ একটু বড় - ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে এতে।
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
অটোমেটিক ওয়েবক্যাম শাটার-সহ লঞ্চ হল Dell Latitude 9420, 9520
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement