আট ইঞ্চির ট্যাব মাত্র সাড়ে ন’হাজারে !

Last Updated:

দেশের বাজারে নয়া ট্যাব আনতে চলেছে মাইক্রোম্যাক্স৷ ভারতের বাজারে খুব শীঘ্রই প্রকাশ পাবে Canvas সিরিজের P680 মডেলটি৷ মাইক্রোম্যাক্সের নয়া এই ট্যাবটির ভারতের বাজারে দাম পড়বে ৯ হাজার ৪৯৯ টাকা৷

#নয়াদিল্লি: দেশের বাজারে নয়া ট্যাব আনতে চলেছে মাইক্রোম্যাক্স৷ ভারতের বাজারে খুব শীঘ্রই প্রকাশ পাবে Canvas সিরিজের P680 মডেলটি৷ মাইক্রোম্যাক্সের নয়া এই ট্যাবটির ভারতের বাজারে দাম পড়বে ৯ হাজার ৪৯৯ টাকা৷  নয়া এই মডেলটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ভার্সান৷ পাশাপাশি এই ট্যাবটি ১.৩ গিগাহার্ৎজ প্রসেসর ও ১ জিবি ব়্যাম বিশিষ্ট ৷ ট্যাবটির ক্যামেরাও বেশ শক্তিশালী ৷ এতে রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সেলফির জন্য রয়েছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ সঙ্গে অবশ্যই থাকছে ফ্ল্যাশ৷
৮ ইঞ্চি এইচডি স্ক্রিনের এই ট্যাবটির ইন্টারনাল মেমোরি ১৬ জিবি৷ তবে ব্যবহারকারীরা চাইলে এই মেমোরিকে বাড়াতে পারবেন ৷ পাশাপাশি ট্যাবটির ব্যাটারিও বেশ শক্তিশালী বলে মাইক্রোম্যাক্সের তরফে জানানো হয়েছে৷ একাধিক রঙে নয়া এই ট্যাবটি ভারতের বাজারে পাওয়া যাবে৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আট ইঞ্চির ট্যাব মাত্র সাড়ে ন’হাজারে !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement