Smartphone Cover: ফোনে কভার পরিয়ে রাখেন হাজার হাজার মানুষ! ঠিক করেন কি? অনেকেই জানেন না...
- Written by:Trending Desk
- Published by:Suman Majumder
Last Updated:
Smartphone : আজকাল তো আবার দিব্যি অফিসের কাজও সেরে ফেলা যায় স্মার্টফোনে। ফলে বোঝাই যাচ্ছে যে, স্মার্টফোন আজকাল কতটা প্রয়োজনীয় হয়ে উঠেছে!
কলকাতা: স্মার্টফোন বা মুঠোফোন এখন আমাদের রোজনামচার অঙ্গ হয়ে উঠেছে। সকালে ঘুম ভাঙার পরেই হাতে স্মার্টফোনটি তুলে নিই আমরা। শুধু তা-ই নয়, সারা দিন ধরে চলতে থাকে এর ব্যবহার। এরপর একেবারে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত হাতে থাকে স্মার্টফোনটি। আজকাল তো আবার দিব্যি অফিসের কাজও সেরে ফেলা যায় স্মার্টফোনে। ফলে বোঝাই যাচ্ছে যে, স্মার্টফোন আজকাল কতটা প্রয়োজনীয় হয়ে উঠেছে!
শুধু কাজের জন্যই নয়, আজকাল ফ্যাশন কিংবা স্টাইল স্টেটমেন্টেরও অঙ্গ হয়ে উঠেছে আমাদের স্মার্টফোন। ফলে নিজের সাধের স্মার্টফোনটিকে সাজিয়ে তোলার জন্য সব সময় তৎপর থাকেন ব্যবহারকারীরা। অনেকেই ফোনের সৌন্দর্য বাড়ানোর জন্য রংবাহারি ফোন কভার ব্যবহার করে থাকেন। কেউ বা আবার মোটা বা ভারি কভার ব্যবহার করেন। এতে সাধের স্মার্টফোনটি দেখতে সুন্দর লাগে ঠিকই, তবে এই কভারের আড়ালেই কিন্তু লুকিয়ে থাকে ভয়ানক বিপদ। অনেকেই হয়তো জানেন না যে, এই ধরনের ফোনের কভার আদতেই আমাদের সাধের স্মার্টফোনের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনে।
advertisement
এই বিষয়টি সম্পর্কে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাই আজকের প্রতিবেদনে তাঁদের বক্তব্য শুনে নেওয়া যাক। যে কোনও স্মার্টফোনের ক্ষেত্রেই একটা সাধারণ সমস্যা হচ্ছে, এর অতিরিক্ত গরম হয়ে যাওয়া – সে অ্যান্ড্রয়েডই হোক কিংবা আইওএস-ই হোক। আসলে যত দ্রুত ব্যাটারি ফুরিয়ে যায়, তত দ্রুত গরম হতে থাকে স্মার্টফোন। আর এই সমস্যা মোকাবিলা করার জন্য প্রায় প্রত্যেকটা ফোনেই একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। আর এই প্রযুক্তির মাধ্যমে ফোনের তাপ বাইরে বার হয়ে যায়। কিন্তু যখনই ব্যবহারকারীরা ফোনে ব্য়াক কভার ব্যবহার করেন, তখনই তাপ নির্গত হওয়ার ক্ষেত্রে এক বড়সড় সমস্যা তৈরি হয়। ফোনের কভার ভারি বা মোটা হলে সেই সমস্যাও বৃদ্ধি পায়।
advertisement
advertisement
আরও পড়ুন- এবার যেমন খুশি ভাড়া হাঁকাতে পারবে Ola- Uber! ক্যানসেল করলেও পকেট ফাঁকা হবে আপনারই!
বিশেষজ্ঞদের দাবি, আসলে ফোনের ব্যাক কভার গরম বার করে দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। যা আমাদের সাধের স্মার্টফোনের একাধিক যন্ত্রাংশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এর জেরে বহু ফোনেই সবুজ রেখা বা গ্রিন লাইন দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন যে, এর পিছনেও রয়েছে সেই অতিরিক্ত তাপ। যার জেরে নির্ধারিত সময়ের আগেই ফোনে নানা রকম সমস্যার উদ্রেক হতে থাকে। যার প্রভাব গিয়ে পড়ে স্মার্টফোনের ক্যামেরার উপরেও। তাই কভার ছাড়াই ফোন ব্যবহার করা উচিত। এমনটাই মত বিশেষজ্ঞদের।
advertisement
কভার ছাড়া ফোন ব্যবহার করার ক্ষেত্রেও তো বিপদ থেকেই যায়। কারণ অসাবধানবশত যে কোনও মুহূর্তে হাত থেকে যদি ফোন পড়ে যায়, তাহলে আর রক্ষে থাকবে না! সেই কারণে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, নিজের স্মার্টফোনের জন্য একেবারে হালকা ফোন-কভার ব্যবহার করতে হবে। তবে গেম খেলা কিংবা ফোন চার্জ করার সময় ফোনের কভার খুলে রাখাই ভাল!
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 08, 2025 10:36 PM IST









