Apple: বিরাট বদল আসতে চলছে iPhone-এর ডিসপ্লে-তে! চমকে যাবেন জানলে

Last Updated:

Apple: ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার কারিগরি সংস্থা LG কাজ শুরু করে দিয়েছে! কী সেই বিরাট বদল? জেনে নিন

Apple: বদলে যাবে স্মার্টফোনে ক্যামেরার অভিজ্ঞতা! আগামী দু’তিন বছরে তেমনই বদল আনতে চলেছে Apple। জানা গিয়েছে, আসন্ন iPhone মডেলের ডিসপ্লে থেকে সেলফি ক্যামেরা এবং ফেস আইডি সেন্সর সরিয়ে দিতে চাইছে সংস্থা। সেক্ষেত্রে আন্ডার ডিসপ্লে ক্যামেরা (UDC) আসতে চলেছে iPhone-এ। ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার কারিগরি সংস্থা LG কাজ শুরু করে দিয়েছে ‘আন্ডার প্যানেল ক্যামেরা’ (UPC) নিয়ে। এই ধরনের ক্যামেরা স্মার্টফোনের ডিসপ্লে-র কাটআউট রাখে না। ফলে ব্যবহারকারী যখন গেম খেলেন বা ভিডিও দেখেন, তাঁর অসুবিধা হয় না।
মনে করা হচ্ছে, Apple-ও তার ভবিষ্যৎ মডেলগুলিতে ক্যামেরা এবং ফেস আইডির জন্য ডিসপ্লে-র নিচে রাখা সেন্সর রাখবে। ডায়নামিক আইল্যান্ড ডিসপ্লে কাটআউট আর থাকবে না।কোরিয়ার এক সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, LG Innotek কাজ করছে UDC সিস্টেম নিয়ে। এই প্রযুক্তি সফল হলে কম আলোয় খারাপ ছবি তোলার সমস্যা সমাধান হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।
advertisement
প্রতিবেদনে বলা হয়েছে, LG Innotek এই ক্যামেরার জন্য ব্যবহার করতে চলেছে ‘Freeform Optic’ লেন্স। এর আগে ২০২১ সালেই LG-র তরফে এই Freeform Optic প্রযুক্তির জন্য পেটেন্টের আবেদন করা হয়েছে। ‘অপটিক্যাল সিস্টেম, ক্যামেরা মডিউল এবং মোবাইল টার্মিনাল’ বিষয়ে কাজ করে চলেছে।সংস্থার তরফে দাবি করা হয়েছিল এই Freeform লেন্স ব্যবহার করার ফলে কম আলোয় ছবি তোলার সমস্যা কম হতে পারে।
advertisement
advertisement
সংবাদ সংস্থার দাবি, আগামী ২০২৬ সালের আগে Apple-এর পক্ষে তার স্মার্টফোনগুলিতে UDC মডিউল নিয়ে আসা হয়তো সম্ভব হবে না। iPhone-এ এই ব্যবস্থা করার আগে Apple-কে ফেস আইডি যাচাই করার জন্য একটি ‘আন্ডার ডিসপ্লে সেন্সর’ যুক্ত করতে হবে। কিন্তু স্ক্রিনের নিচে এই সেন্সর আনার প্রক্রিয়া থেকেই বোঝা যায় যে আগামী দিনে ‘All Screne’ ডিসপ্লে আসতে চলেছে iPhone মডেলে। তবে এই পথে Apple-ই প্রথম পথিক নয়। ইতিমধ্যেই চিনা স্মার্টফোন ZTE Axon 30 5G এবং Xiaomi Mi Mix 4 ব্যবহার করছে এই প্রযুক্তি। ২০২১ সালেই এগুলি লঞ্চ করেছে। Samsung Galaxy Z Fold 4 এবং Galaxy Z Fold 5-এর ক্ষেত্রেও ডিসপ্লে স্ক্রিনের নিচে রয়েছে লো-রেজোলিউশন সেলফি ক্যামেরা।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Apple: বিরাট বদল আসতে চলছে iPhone-এর ডিসপ্লে-তে! চমকে যাবেন জানলে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement