শিপিং শুরু হচ্ছে iPhone 12-এর, জেনে নিন ক্যাশব্যাক, এক্সচেঞ্জ অফারগুলি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
iPhone 12-এর অফারগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিন
iPhone 12 ও iPhone 12 Pro-র শিপিং শুরু হচ্ছে আজ থেকে। Apple-এর তরফে জানানো হয়েছে, Apple India Online Store থেকে কেনা যাবে স্মার্টফোনগুলি। এই ফোন কিনতে গেলে থাকছে একাধিক এক্সচেঞ্জ অফার। থাকছে নো কস্ট EMI অপশনও। দেশে Apple-এর অফিসিয়াল রিটেলাররা আবার ক্যাশব্যাক দেওয়ার কথাও জানিয়েছেন। এ ক্ষেত্রে HDFC ব্যাঙ্কের কার্ডে পাওয়া যাচ্ছে বিশেষ ক্যাশব্যাক। একই সঙ্গে Cashify ও Servify-তে থাকছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারও। তবে Amazon বা Flipkart-এ এখনও পর্যন্ত উপলব্ধ হয়নি এই ফোনগুলি। আসুন অফারগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ফোনপ্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছে, iPhone 12-এর সমস্ত স্টোরেজ ও কালার অপশনেই পাওয়া যাবে প্রি-অর্ডারের সুবিধা। অর্থাৎ ৬৪ GB থেকে শুরু করে ২৫৬ GB স্টোরেজ পর্যন্ত সবক'টি কালার অপশনেই পাওয়া যাবে iPhone 12। এ ক্ষেত্রে ৬৪ GB iPhone 12-এর দাম হবে ৭৯,৯০০ টাকা। আর ১২৮ GB ও ২৫৬ GB iPhone 12-এর দাম হবে যথাক্রমে ৮৪,৯০০ টাকা ও ৯৪,৯০০ টাকা। এ ক্ষেত্রে Apple-এর অফিসিয়াল রিটেলাররা জানাচ্ছেন, iPhone 12 কিনতে গেলে HDFC ক্রেডিট কার্ডে ৬,০০০ টাকা ও ডেবিট কার্ডে ১,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এর ফলে ক্রেডিট কার্ড দিয়ে iPhone 12 কিনলে দাম পড়বে ৭৩,৯০০ টাকা। আর ডেবিট কার্ড দিয়ে কিনলে দাম পড়বে ৭৮,৪০০ টাকা। এ ছাড়াও ১৬ মাস পর্যন্ত নো কস্ট EMI অপশনে ফোন কেনার সুযোগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে Apple India Online Store দিচ্ছে EMI অপশন। এ ক্ষেত্রে ফোন কিনতে হলে মাসে দিতে হবে ৯,৪০৪ টাকা করে।
advertisement
Amazon বা Flipkart-এ এখনও পর্যন্ত উপলব্ধ হয়নি এই ফোনগুলি। তবে Amazon-এর তরফে এই ফোনে থাকছে না কোনও অফার। অন্য দিকে Flipkart সূত্রে খবর, iPhone 12 কিনলে Axis ব্যাঙ্ক ক্রেডিট বাজ কার্ডে ৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ ছাড়াও Flipkart Axis ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। এর পাশাপাশি ১৪,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে Flipkart।
advertisement
advertisement
Apple-এর ফোন কেনার পাশাপাশি থাকছে Apple trade-in অপশন। এ ক্ষেত্রে যদি আপনি আপনার পুরনো স্মার্টফোন বা আইফোন এক্সচেঞ্জ করতে যান, তা হলে প্রায় ২২,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে নানা শর্তাবলী রয়েছে। আপনার জন্য থাকছে AppleCare+ কভারেজ। iPhone 12-এর জন্য এই AppleCare+ কভারেজের মূল্য ১৬,৯০০ টাকা। এই পরিষেবার সাহায্যে আপনি কভার প্যাকেজের ক্ষেত্রে দু'-বছর পর্যন্ত ওয়ারেন্টি পেতে পারেন। সঙ্গে থাকছে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ প্রোটেকশন, ব্যাটারি কভারেজও। যদি কোনওরকম বিভ্রান্তি দেখা দেয়, অর্থাৎ iPhone-এর কোন মডেলটি কিনবেন বুঝতে পারছেন না কিংবা কোনও ফিচার নিয়ে সমস্যায় রয়েছেন, তা হলে সরাসরি iPhone স্পেশ্যালিস্টদের সঙ্গে কথা বলে নিতে পারেন। ফোন কেনা হয়ে গেলে স্পেশ্যালিস্টদের সঙ্গে একটি পোস্ট ডেলিভারি সেশনও হবে।
advertisement
Apple India Online Store-এর তরফে জানানো হয়েছে, iPhone 12-এর কালো, সবুজ ও লাল রঙের মডেলটি অর্ডার করলে, তার শিপিং শুরু হবে ৩১ অক্টোবর থেকে। এ ক্ষেত্রে ফোনের সাদা রঙের মডেলটির শিপিং শুরু হবে ৩ নভেম্বর ও নীল রঙের মডেলটির শিপিং শুরু হবে ৬ নভেম্বর থেকে। তবে Apple iPhone 12 Mini ও iPhone 12 Pro Max-এর প্রি-অর্ডার শুরু হবে ৬ নভেম্বর। এবং শিপিং শুরু হবে ১৩ নভেম্বরের দিকে।
Location :
First Published :
October 30, 2020 2:26 PM IST