অবিশ্বাস্য! iPhone কিনতে চান? Amazon ও Flipkart সেলে এই ফোনগুলিতে মিলছে প্রচুর ছাড়...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
iPhone-প্রেমীদের কৌতূহল মিটিয়ে শেষমেশ সুখবর দিল Amazon। সম্প্রতি এই ই-কমার্স সংস্থার তরফে জানানো হয়েছে, iPhone গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে iPhone 11 পাওয়া যাবে অনেক কম দামে।
#কলকাতা: ৫০,০০০ টাকার নিচেই পাওয়া যেতে পারে iPhone 11 সিরিজের ফোন। বেশ কয়েকদিন ধরে এ নিয়ে জল্পনা চলছিল। iPhone-প্রেমীদের কৌতূহল মিটিয়ে শেষমেশ সুখবর দিল Amazon। সম্প্রতি এই ই-কমার্স সংস্থার তরফে জানানো হয়েছে, iPhone গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে iPhone 11 পাওয়া যাবে মাত্র ৪৭,৯৯৯ টাকায়। অন্যদিকে, ওয়ালমার্ট মালিকানাধীন Flipkart-এর বিগ বিলিয়ন ডেজ সেলে iPhone 11 Pro-তেও প্রায় ২৬,৬০০ টাকার ডিসকাউন্ট মিলছে। আসুন জেনে নেওয়া যাক বিশদে।
Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে iPhone 11 পাওয়া যাবে ৪৭,৯৯৯ টাকায়। এই ফোনের দাম ৫৪,৯০০ টাকা। তবে ডিসকাউন্ট মিলছে ৬,৯০১ টাকার। এখানেই শেষ নয়। এই ফোন কেনার ক্ষেত্রে আরও ২০০০ টাকার অতিরিক্ত ছাড় পাবেন HDFC ব্যাঙ্কের গ্রাহকরা। অর্থাৎ ৪৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে iPhone 11। আপাতত এই সিরিজের ৬৪ GB স্টোরেজ অপশনেই মিলছে ডিসকাউন্ট। তবে মোবাইল প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, iPhone 11 সিরিজের সমস্ত স্টোরেজ অপশনেই মিলবে এই ডিসকাউন্ট।
advertisement
অন্য দিকে, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে iPhone 11 Pro-তে মিলছে বড়সড় ছাড়। এ ক্ষেত্রে, এই ফোনের দাম হবে ৭৯,৯৯৯ টাকা। উল্লেখ্য, iPhone 11 Pro-র বাজার মূল্য ছিল ১,০৬,০০০ টাকা। তবে সেলে মিলছে ২৬,৬০১ টাকার ডিসকাউন্ট। iPhone 11 Pro ছাড়াও iPhone SE (২০২০)-তেও ডিসকাউন্টের কথা জানিয়েছে Flipkart। iPhone SE (২০২০)-এর দাম ৪২,৫০০ টাকা। কিন্তু Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে এটি পাওয়া যাচ্ছে ২৫,৯৯৯ টাকায়। অর্থাৎ প্রায় ১৬,৫০১ টাকার ছাড় মিলছে এই ডিভাইজে।
advertisement
advertisement
Flipkart, Amazon ছাড়াও নিজের অফিসিয়াল অনলাইন স্টোরে একটি দীপাবলি সেলের ঘোষণা করেছে Apple। এই দীপাবলি সেলে iPhone 11 কিনলে ক্রেতাদের বিনামূল্যে এয়ারপডস দিচ্ছে এই সংস্থা। অফার শুরু হচ্ছে ১৭ অক্টোবর থেকে।
প্রসঙ্গত, আগামীকাল (১৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল। আর ঠিক তার এক দিন পরেই শুরু হচ্ছে Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। যদিও একদিন আগে থেকেই কেনাকাটার বাড়তি সুবিধা পাবেন প্রাইম কাস্টমার ও ফ্লিপকার্ট প্লাস মেম্বাররা। অর্থাৎ আজ সন্ধ্যা থেকেই ক্রেতাদের জন্য বিগ বিলিয়নের দরজা খুলে যাচ্ছে। তাই তৈরি থাকুন। আর সুযোগ বুঝে কিনে নিন আপনার পছন্দের ফোনটি।
Location :
First Published :
October 15, 2020 9:25 PM IST