ভুল তথ্যের বিরুদ্ধে লড়তে Adobe Photoshop-এর নতুন অথেন্টিকেশন টুল, জানুন বিশদে

Last Updated:

জেনে নিন কীভাবে কাজ করবে এই অথেন্টিকেশন টুল

Adobe Photoshop: অনলাইন প্ল্যাটফর্মে ভুল ও বিভ্রান্তিকর তথ্যের রমরমা ক্রমেই বেড়ে চলেছে। এই ক্রমবর্ধমান সমস্যার সমাধানেই এক নতুন পদক্ষেপ করতে চলেছে Adobe। এ বার Adobe-এর ফোটো এডিটিং সফটওয়্যার Adobe Photoshop-এ যুক্ত হচ্ছে নতুন অথেন্টিকেশন টুল। যা ভুল তথ্য চিনতে সাহায্য করবে ও প্রয়োজনীয় সমাধান করার চেষ্টা করবে। পাশাপাশি ছবির সঙ্গে সম্পর্কিত তথ্য তুলে ধরবে।
এ বিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, এই অথেন্টিকেশন টুল সংশ্লিষ্ট ছবিকে টেম্পার এভিডেন্ট অ্যাট্রিবিউশন ডেটার একটি সিকিওর লেয়ার প্রদান করবে। যার সঙ্গে থাকবে সংশ্লিষ্ট ছবির সঙ্গে যুক্ত ব্যক্তির নাম, লোকেশন ও এডিট হিস্ট্রি। এর জেরে অনলাইনে থাকা ছবির কনটেন্ট সম্পর্কে সম্যক ধারণা পাবেন গ্রাহক বা ব্যবহারকারীরা। এ ক্ষেত্রে ছবিতে এডিটের সময় যে পরিবর্তন করা হবে, তা Photoshop-এর পাশাপাশি Adobe-এর মালিকানাধীন আর্ট শেয়ারিং ওয়েবসাইট Behance-এর একটি সুনির্দিষ্ট প্যানেলের মাধ্যমেও দেখা যাবে। এ নিয়ে এ পর্যন্ত তেমন কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি সংস্থার তরফে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার কাজ শুরু করে দেবে বলে জানানো হয়েছে।
advertisement
সংস্থার কনটেন্ট অথেন্টিসিটি ইনিশিয়েটিভ (CAI)-এর অংশ হিসেবে Adobe Photoshop-এ দেখা যাবে এই অ্যাট্রিবিউশন টুল। গত বছরই নানা ভুল ও বিভ্রান্তিকর তথ্যগুলি চিহ্নিতকরণ ও সমাধানের জন্যই এই টুলটি আনা হয়েছিল। সম্প্রতি একটি ভিডিওতে Adobe-এর তরফে এই নতুন অথেন্টিকেশন টুলের কার্যকারিতা নিয়ে ব্যাখ্যা করেছে। ভিডিওয় বলা হয়েছে, এই নতুন টুল ফোটোশপব্যবহারকারীদের মেটাডাটা সংযুক্ত করার সুবিধা দেবে। অর্থাৎ ব্যবহারকারীরা এই টুলের সাহায্যে থাম্বনেল জুড়তে পারবেন। তবে এ ক্ষেত্রে মেটাডাটাগুলি সবই অপশন্যাল। তাই কোন তথ্য সংযুক্ত করা যাবে, তা নির্বাচন করার ক্ষমতা থাকবে এডিটরের কাছে। শেষমেশ এডিট হয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট ছবিটিকে ক্রিপ্টোগ্রাফিকালি সাইন করবে Adobe। এর পিছনে কারণ রয়েছে। ছবিটিতে এডিটিংয়ের সময় যে পরিবর্তন হয়েছে, সেই চেঞ্জ হিস্ট্রি যাতে একই থাকে, সে জন্যেই এই কাজ করা হবে। এমনই জানাচ্ছে সংস্থা। উল্লেখ্য, Twitter ও নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে গাঁটছড়া বেঁধে গত বছর প্রথমবার লঞ্চ করেছিল এই CAI বা কনটেন্ট অথেন্টিসিটি ইনিশিয়েটিভ। লক্ষ্য ছিল অনলাইনে ছড়ানো ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বাড়বাড়ন্ত আটকানো।
advertisement
advertisement
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, এ ক্ষেত্রে নতুন ছবিটির মধ্যে এডিটসংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষিত থাকবে। যা দেখা যাবে সংশ্লিষ্ট সফটওয়্যারের উপরের ডানদিকের কোণের একটি সুনির্দিষ্ট প্যানেলের মাধ্যমে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই অথেন্টিসিটি টুল বর্তমানে শুধুমাত্র স্থির ছবির উপর কাজ করছে। পরের দিকে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও এই টুল কাজ শুরু করবে।
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ভুল তথ্যের বিরুদ্ধে লড়তে Adobe Photoshop-এর নতুন অথেন্টিকেশন টুল, জানুন বিশদে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement